Nadia News: খেলার বদলে 'এই' সব কাজে ব্যবহার করা হচ্ছে খেলার মাঠ! বিক্ষোভ স্থানীয়দের

Last Updated:

সারাটা বছর ধরেই কোনও না কোনও মেলা বা উৎসব এই মাঠে হয়ে থাকে। ফলে বাড়ির ছেলেমেয়েরা এখন আর এই মাঠে এসে খেলাধূলা করতে পারে না।

+
রানাঘাট,

রানাঘাট, নদিয়া

রানাঘাট: নদিয়ার রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানকে দীর্ঘদিন ধরেই খেলার বদলে মেলা বা উৎসবের কাজে ব্যবহার করা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়ে রানাঘাট সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি তুলে ওই ময়দানের সামনে রবিবার সকাল থেকেই গণ অবস্থান বিক্ষোভ শুরু করা হয়েছে। সেই অবস্থানে শামিল হয়েছেন রানাঘাটের বিশিষ্ট ক্রীড়া প্রেমী মানুষ।
সকলের একটাই বক্তব্য, এই মাঠে একটা সময় বড় বড় স্তরের খেলা হয়েছে। অথচ দীর্ঘদিন ধরেই এই মাঠে আর কোন খেলার পরিবেশ নেই। সারাটা বছর ধরেই কোনও না কোনও মেলা বা উৎসব এই মাঠে হয়ে থাকে। ফলে বাড়ির ছেলেমেয়েরা এখন আর এই মাঠে এসে খেলাধূলা করতে পারে না।
advertisement
advertisement
ওই ফোরামের সাধারণ সম্পাদক পরেশনাথ কর্মকার বলেছেন, "এই ময়দানে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তুলে আমরা আমাদের কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে যাব। ইতিমধ্যেই আমরা রানাঘাটের মহকুমা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে জানিয়েছি। নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকেও জানানো হয়েছে। ওই অ্যাসোসিয়েশন মাঠের দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধূলার পরিবেশ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিতভাবে খেলার মাঠের দাবি জানাবো।"
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: খেলার বদলে 'এই' সব কাজে ব্যবহার করা হচ্ছে খেলার মাঠ! বিক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement