আরও পড়ুন: পুলিশ দিবসে সামাজিক দায়বদ্ধতা পালনে উর্দিধারীদের শপথ
পূর্ব মেদিনীপুরের অন্যতম সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘা ও মন্দারমনি ছাড়াও যথেষ্ট নাম হয়েছে তাজপুরের। এখানে গড়ে উঠছে একের পর এক হোটেল ও রিসর্ট। শুক্রবার দুপুরের পর তাজপুর সৈকত সংলগ্ন এমনই একটি হোটেলে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। শর্ট শার্কিট থেকে আগুন লেগেছিল বলে অনুমান হোটেল মালিক ও স্থানীয়দের। আগুনে পুড়ে কয়েক হোটেলের লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গিয়েছে বলে মালিক দাবি করেছে।
advertisement
তাজপুর সমুদ্র সৈকত দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সেখানে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এখানকার হোটেল ও রিসর্টগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পর্যটন কেন্দ্র তাজপুরের হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সামগ্রী





