East Medinipur News: পুলিশ দিবসে সামাজিক দায়বদ্ধতা পালনে উর্দিধারীদের শপথ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
অপরাধ দমনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের শপথ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
পূর্ব মেদিনীপুর: জেলায় অপরাধ দমনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ হল পুলিশ। ১ সেপ্টেম্বর রাজ্য পুলিশ দিবসের দিন পূর্ব মেদিনীপুর জেলায় অপরাধ আরও কমানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে শপথ নিলেন পুলিশ কর্মীরা। নিমতৌড়ি পুলিশ লাইনে এদিন ‘পুলিশ ডে’ পালনের পাশাপাশি অপরাধ দমনের লক্ষ্যে এই বিশেষ শপথ নেন তাঁরা।
গত এক বছরে জেলায় কমেছে অপরাধের সংখ্যা, এমনটাই জানিয়েছেন এসপি। আগামী এক বছরের মধ্যে অপরাধের সংখ্যা আরও কমানোর পাশাপাশি সামাজিক ভূমিকা পালনেও পুলিশ কর্মীদের আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন তিনি।
advertisement
শুক্রবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি পুলিশ লাইনে পালন করা হয় পুলিশ ডে। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে প্রায় ২০ বছর পর পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলা পুলিশ লাইনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশের কাজ শুধু অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতার করা নয়। সমানতালে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজও করতে হবে বলে তিনি জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসপি অমরনাথ কে জানান, পূর্ব মেদিনীপুর জেলায় শেষ এক বছরে ক্রাইমের সংখ্যা কমেছে। সাইবার ক্রাইম রোধে সচেষ্ট ভূমিকা পালন করেছে পুলিশ। জেলার মানুষের সুবিধার্থে জেলাজুড়ে দশটি থানায় সাইবার ক্রাইম হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পুলিশ সোশ্যাল ওয়েলফেয়ার ফাণ্ড থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও পুলিশ কর্মীদের বার্তা দেওয়া হয়। জেলার বেশ কয়েকটি থানার পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে বলে জানা যায়। অন্য দিকে সামাজিক দায়িত্ব পালনে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে করতে জেলা পুলিশের তরফে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 5:17 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পুলিশ দিবসে সামাজিক দায়বদ্ধতা পালনে উর্দিধারীদের শপথ