ইন্ডিয়ান কোস্ট গার্ড ও মৎস্য দফতরের উদ্যোগে মৎস্যজীবীদের সচেতন করার কাজ শুরু হয়েছে। বঙ্গোপসাগরের কূলেই পূর্ব মেদিনীপুর জেলা। সমুদ্র দ্বারা বেষ্টিত এই জেলায় শিরা-উপশিরার মত বয়ে গেছে নদ, নদী, খাল, বিল। পূর্ব মেদিনীপুর জেলার ৬৫ কিলোমিটার বিস্তৃত উপকূলবর্তী এলাকা। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় ভূভাগে জনজাতির বেশিরভাগই মৎস্যজীবী সম্প্রদায়ের। ফলে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় এই উপকূল বিভাগের মানুষজন।
advertisement
ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগে মৎস্যজীবীদের কীভাবে নিজেদের রক্ষা করা উচিত, তা নিয়ে শিবির আয়োজিত হয় নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারী বাছুরমারি খাল সংলগ্ন নদী তীরে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে মৎস্যজীবীদের সুরক্ষা সহ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় পদক্ষেপ ও সচেতনতা সহ বিভিন্ন বিষয় নিয়ে নৌকা, ফিশিং ট্রলারের মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু।
ইন্ডিয়ান কোস্ট গার্ড সিকিউরিটি ড্রিল এর বিষয়ে কথা বলে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহে আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। সেই বিষয়ে মৎস্যজীবীদের অবগত করা হয়।
নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “মৎস্যজীবীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলা হচ্ছে তারই অঙ্গ হিসেবে এদিনের এই আলাপ-আলোচনা হয়।”
আরও পড়ুন, রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে
আরও পড়ুন, সর্বনাশ! বার্গারের ভিতরে ওটা আবার কী, এক কামড় দিতেই যা কাণ্ডটা হল
সেকেন্দার মল্লিক, অজয় গিরি, আমিনুল ইসলাম প্রভৃতি মৎস্যজীবীরা জানান, ঘূর্ণিঝড় মোকা সহ এদিনের সভায় প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় নৌকা-ট্রলার সহ নিজেদের সুরক্ষায় সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
Saikat Shee





