লন্ডন: বার্গারে কামড় বসাতেই চমকে উঠেছিলেন মহিলা। কারণ, বার্গারের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছিল, তা দেখে সত্যি আঁতকে ওঠার মতোই। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
2/ 11
সম্প্রতি লন্ডনে ম্যাকডোনাল্ডসের আউটলেটে খাদ্যের পরিচ্ছন্নতার জন্য ৫০০,০০০ পাউন্ড (প্রায় ৫.১৪ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
3/ 11
অভিযোগ, সম্প্রতি এক গ্রাহক ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটে খেতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি বার্গার অর্ডার দেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
4/ 11
ডেইলি মেলের রিপোর্টে দাবি করা হয়েছে, বার্গার খাওয়ার সময় তিনি পচা গন্ধ পেতে থাকেন। পরে তিনি দেখেন বার্গারের ভিতর ইঁদুরের দেহের অংশ রয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
5/ 11
এরপরেই তিনি ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলে অভিযোগ জানান। তারপরে তদন্ত শুরু হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
6/ 11
জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালে হয়েছিল। পূর্ব লন্ডনের লেটনস্টোনের ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে ঘটনাটি ঘটে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
7/ 11
তদন্তকারী দল পরে ওই আউটলেটে আসতেই চমকে যান। কারণ সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছিল। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
8/ 11
অভিযোগ, সেই আউটলেটে প্রচুর ইঁদুরের সন্ধান মিলেছিল। এমনকী যেখানে রান্না হচ্ছিল সেখানে একটি মরা ইঁদুরও ছিল। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
9/ 11
এরপরেই শাস্তিমূলক ভাবে ম্যাকডোনাল্ডের আউটলেটটি ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
10/ 11
আদালতে বিষয়টি ওঠার পরে পূর্ব লন্ডনের জেলা বিচারক সুসান হোল্ডহ্যাম বলেন, গ্রাহকরা ম্যাকডোনাল্ডে উচ্চমানের খাওয়া আশা করেন। এটি কোনও স্টলের খাবার নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
11/ 11
এর পরেই আদালত শাস্তিমূলক ভাবে ম্যাকডোনাল্ডের উপর বিরাট অঙ্কের জরিমানা চাপিয়ে দেয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Mcdonalds Burger: সর্বনাশ! বার্গারের ভিতরে ওটা আবার কী, এক কামড় দিতেই যা কাণ্ডটা হল
সম্প্রতি লন্ডনে ম্যাকডোনাল্ডসের আউটলেটে খাদ্যের পরিচ্ছন্নতার জন্য ৫০০,০০০ পাউন্ড (প্রায় ৫.১৪ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Mcdonalds Burger: সর্বনাশ! বার্গারের ভিতরে ওটা আবার কী, এক কামড় দিতেই যা কাণ্ডটা হল
ডেইলি মেলের রিপোর্টে দাবি করা হয়েছে, বার্গার খাওয়ার সময় তিনি পচা গন্ধ পেতে থাকেন। পরে তিনি দেখেন বার্গারের ভিতর ইঁদুরের দেহের অংশ রয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Mcdonalds Burger: সর্বনাশ! বার্গারের ভিতরে ওটা আবার কী, এক কামড় দিতেই যা কাণ্ডটা হল
আদালতে বিষয়টি ওঠার পরে পূর্ব লন্ডনের জেলা বিচারক সুসান হোল্ডহ্যাম বলেন, গ্রাহকরা ম্যাকডোনাল্ডে উচ্চমানের খাওয়া আশা করেন। এটি কোনও স্টলের খাবার নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)