Digha: দিঘার সমুদ্র পাড়ে কাবাডি প্রতিযোগিতার জমাটি আয়োজন! রাজ্যের বিভিন্ন জেলার টিম ভিড়েছে সৈকত শহরে, পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
East Medinipur News: দিঘার সমুদ্র পাড়ে এক দিবসীয় নকআউট কাবাডি প্রতিযোগিতার আয়োজন। পুরুষ ও মহিলা দুই বিভাগেই কাবাডির আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলার টিম অংশ নিয়েছে দিঘার কাবাডি প্রতিযোগিতায়।
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: সৈকত পাড়ে দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার উদ্যোগে এক দিবসীয় নকআউট কাবাডি প্রতিযোগিতার আয়োজন। পর্যটকদের কাছে এই খেলা ঘিরে উন্মাদনা তুঙ্গে।
দিঘা সমুদ্র সৈকতে কবাডি প্রতিযোগিতা ঘিরে পর্যটকদের উন্মাদনা তুঙ্গে। সৈকত শহরে কাবাডি খেলার টানটান উন্মাদনা। শীতের পড়ন্ত বিকেলে সমুদ্রের অনাবিল সৌন্দর্য দেখতে দেখতে কাবাডি খেলার স্বাদ নিল দিঘাবাসী ও পর্যটকেরা।
আরও পড়ুনঃ মদ খেয়ে পাড়ায় ঢোকা নিয়ে অশান্তি! প্রতিবেশীদের মারধরের জেরে অসহ্য পেটে যন্ত্রণা, ব্যক্তির মৃত্যুতে তোলপাড় রামনগর
দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার পরিচালনায় সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ওল্ড দিঘা বিশ্ববাংলা পার্কে আয়োজিত হল এক দিবসীয় নকআউট কাবাডি প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা দুই বিভাগেই একদিনের কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার টিম এসেছে দিঘার কাবাডি প্রতিযোগিতায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১১৭ বছরে পা দিল বালুরঘাটের নাট্য মন্দির! সংস্কৃতির শহরে ঐতিহ্যের পুনরুজ্জীবন
স্বর্গীয় গীতা রানীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাল্য দে পুরস্কার প্রদান করেছেন। পুরুষ বিভাগে ৮টি দল অংশগ্রহ করেছে ও মহিলা বিভাগে ৪টি দল অংশগ্রহণ করেছে। রবিবার দিঘার বিশ্ববাংলা ২ পার্কের মঞ্চে উদ্বোধন হল মহাসমারহে। উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার,পদিমা দুই অঞ্চলের প্রধান সুশান্ত পাত্র, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রধান করণী চন্দন কর্মকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
December 07, 2025 11:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার সমুদ্র পাড়ে কাবাডি প্রতিযোগিতার জমাটি আয়োজন! রাজ্যের বিভিন্ন জেলার টিম ভিড়েছে সৈকত শহরে, পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে

