পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কে (মুম্বাই রোড) এ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ওড়িশা থেকে কোলকাতাগামী বাসের সামনের চাকা ফেটে করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ডাম্পারের পেছনে ধাক্কা মেরে রাস্তার ধারে একটি গাড়ির গ্যারেজে ঢুকে যায় বাসটি। মোট পাঁচটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আহত চালক সহ বেশ কয়েকজন বাস যাত্রী। দুর্ঘটনার কবলে পড়া বাসটির ইমারজেন্সি এক্সিট গেট ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুন: চালককে খুন করে টোটো বিক্রি করতে গিয়ে গ্রেফতার! রামপুরহাটের ঘটনায় চাঞ্চল্য
দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোলাঘাট থানার বাড়িশা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় কলাঘাট থানার পুলিশ । ক্রেন এনে গাড়িগুলিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছন কোলাঘাট থানার পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: নতুন খোলা মুখ খনির উদ্বোধন! জমি হারানো পরিবার অবস্থা জানলে চোখে জল আসবে
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জাতীয় সড়ক রাজ্য সড়ক এমনকী গ্রামীণ সড়কে পথ দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। যা নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন জাতীয় সড়ক রাজ্য সড়ক ও গ্রামীন পথ দুর্ঘটনার রাশ টানতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু তারপরও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় পথ দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়িচালক থেকে সাধারণ পথচারী। এদিন সকালে নম্বর জাতীয় সড়কের কোলাঘাট থানা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
সৈকত শী