West Bardhaman News : নতুন খোলা মুখ খনির উদ্বোধন! জমি হারানো পরিবার অবস্থা জানলে চোখে জল আসবে
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
যে জমিগুলি অধিগ্রহণ করা হয়েছে, তাদের পরিবারের একজনের করে চাকরির দাবি থাকলেও, সেই দাবি মানতে নারাজ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।
দুর্গাপুর : পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি এলাকায় উদ্বোধন করা হল নতুন একটি খোলা মুখ খনির। নতুন এই খোলা মুখ খনি উদ্বোধনের ফলে এলাকায় নতুন অনেক কর্মসংস্থান হবে, আশা রয়েছে এমনটাই। নতুন খনি থেকে কয়লা উত্তোলনের ফলে ইসিএলের লাভের অংশ বাড়বে।
পাণ্ডবেশ্বর অঞ্চলের আর্থসামাজিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন এই খোলা মুখ খনির হাত ধরে। তবে প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, এখানেও রয়েছে অন্ধকারের কালো মেঘ।
advertisement
নতুন খোলা মুখ খনির জন্য যে জায়গাগুলি ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে কিছু পাট্টা দেওয়া জমি। নতুন এই খনির ফলে নিজেদের ভূমি হারিয়েছেন অনেকে। যদিও যে সমস্ত পাত্তা দেওয়া জমিগুলির অধিগ্রহণ করা হয়েছে, তাদের পরিবারের একজনের করে চাকরির দাবি থাকলেও, সেই দাবি মানতে নারাজ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। স্বভাবতই নতুন খনির জন্য যেমন রয়েছে কর্মসংস্থানের আশা, তেমনভাবেই ভূমিহীন হয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন বেশ কিছু মানুষ।
advertisement
খোট্টাডিহি অঞ্চলে নতুন খনির উদ্বোধনে গিয়েছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কথাতে উঠে এসেছে ভূমিহীন মানুষদের কথা। তিনি ইসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তারা মানবিকতার দিক থেকে ওই ভূমিহীন মানুষগুলির কথা ভাবেন। একইসঙ্গে পাট্টা দেওয়া জমিগুলি অধিগ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে ইসিএল নিয়েছে, তার বিরোধিতাও করেছেন বিধায়ক।
advertisement
আগামী দিনে তাঁরা এ বিষয়ে আন্দোলনের পরিকল্পনা নিয়েছেন। স্বাভাবিকভাবেই খোট্টাডিটি অঞ্চলে নতুন খোলা মুখ খনি উদ্বোধনে যেমন আশার আলো রয়েছে, তেমন ভাবেই রয়েছে আশঙ্কার অন্ধকার মেঘও।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : নতুন খোলা মুখ খনির উদ্বোধন! জমি হারানো পরিবার অবস্থা জানলে চোখে জল আসবে