Bangla News: অদ্ভুত ছবি! রাস্তায় দাঁড়িয়ে কী করছে এই ছাত্রী! কুর্নিশ জানাল সকলেই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bangla News: সঠিক ট্রাফিক আইন জানা থাকলে এড়ানো যেতে পারে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলি।
বাঁকুড়া: বাঁকুড়া জেলার কোতুলপুরে কোতুলপুর উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী দের ট্রাফিক আইন সম্পর্কে অবগত করলেন কোতুলপুর থানার পুলিশ প্রশাসন। শুভাশিস হালদার, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি। তারই উদ্যোগে এই কাজ সম্পন্ন করলেও কোতুলপুর থানার পুলিশ। প্রতিদিন রাস্তাঘাটে ঘটে যায় নানান দুর্ঘটনা। পরিবর্তন হয়ে যায় বহু মানুষের জীবন। সঠিক ট্রাফিক আইন জানা থাকলে এড়ানো যেতে পারে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলি।
হাই স্কুলের কন্যাশ্রী দের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই পুলিশি প্রয়াস প্রশংসার দাবি রাখে। শুধুমাত্র স্কুলের ছাত্রী রাই নয়, ছাত্রীদের হাত ধরে এই সচেতনতা পৌঁছে যাবে তাদের পরিবারেও। এই প্রয়াসে যথেষ্ট খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
advertisement
advertisement
শুধু এই নয়, আগামী দিনে কোতুলপুর উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী রা আরোও বিভিন্ন উদ্যোগে নাম লেখাবেন এমনটাই বলছেন কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে আপনাদের দেখিয়েছি রাজ খামার হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের বিভিন্ন জনকল্যাণকর কাজ যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, কন্যাশ্রীর টাকা জমিয়ে তীব্র দাবদহে সরবত বিতরণ এবং ঘরে ঘরে গিয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সেই একই রকম দৃষ্টান্ত স্থাপন করল কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। নিজেরা সচেতন হয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি এই কন্যারা।
advertisement
——- নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 5:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অদ্ভুত ছবি! রাস্তায় দাঁড়িয়ে কী করছে এই ছাত্রী! কুর্নিশ জানাল সকলেই