Bangla News: বাংলা থেকে চুরি হয়ে মোবাইল যাচ্ছে কোথায়! সীমান্তে যা ঘটল, তুমুল আতঙ্কিত হওয়ার কারণ আছে
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশী এক বাসিন্দা শাহীন আলীকে ১০ হাজার ভারতীয় টাকা ও বাংলাদেশী টাকা এবং পাসপোর্ট আটক করা হয়।
গোপালনগর: আন্তর্জাতিক মোবাইল পাচার রুখল পুলিশ। ৩০টি মোবাইল সহ এক বাংলাদেশী সহ তিন পাচারকারী গ্রেফতার। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় চোরাই মোবাইল বাংলাদেশে যাবে। মহম্মদ শেহবাজ আহমেদ নামে বাগুইহাটি এক বাসিন্দাকে বনগাঁ এলাকা থেকে ৩ টি মোবাইল সহ গ্রেফতার করে গত ২৬ তারিখ শুক্রবার।
তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশী এক বাসিন্দা শাহীন আলীকে ১০ হাজার ভারতীয় টাকা ও বাংলাদেশী টাকা এবং পাসপোর্ট আটক করা হয়। ধৃত দুই জনকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শুভদীপ সাহা নামে বনগাঁর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। শুভদীপের বাড়ি ও শেহবাজের বাড়িতে তল্লাশি করে আরও ২৭টি মোবাইল উদ্ধার হয়।
advertisement
advertisement
গোপালনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এর আগে ৫ বার মোবাইল বাংলাদেশে পাচার করেছে শেহবাজ। বাংলাদেশের বাসিন্দা শাহীন আলী বনগাঁ শুভজিৎ সাহার বাড়িতে এসে থাকত।
advertisement
বাগদার এসডিপিও স্পসা নিলাঙ্গী এদিন সাংবাদিক সম্মেলন করে জানান, এই তিন পাচারকারী বিভিন্ন এলাকার চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করবার কাজে যুক্ত। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করে দেখা দেখা হচ্ছে আরও অন্য কেউ যুক্ত আছে কিনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাংলা থেকে চুরি হয়ে মোবাইল যাচ্ছে কোথায়! সীমান্তে যা ঘটল, তুমুল আতঙ্কিত হওয়ার কারণ আছে