Arjun Singh | Sougata Roy: অর্জুন-সৌগত অস্বস্তি ঢাকতেই কি তড়িঘড়ি মিটিং? ব্যারাকপুরে তৃণমূলের মেগা বৈঠক ডাকল তৃণমূল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সম্প্রতি ব্যারাকপুরের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন অর্জুন সিং থেকে শুরু করে সৌগত রায়ের মতো নেতা। এতে তীব্র অস্বস্তিতে পড়ে শাসকদল৷ তবে তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই দুই সাংসদ নিজেদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। এটা দলের অবস্থান নয়৷
কলকাতা: আগামী শুক্রবার ব্যারাকপুর সাব ডিভিশনের মেগা সাংগঠনিক বৈঠক ডাকল তৃণমূল। আগামী ২ জুন শুক্রবার এই বৈঠক ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। এই বৈঠকে ডাকা হয়েছে অর্জুন সিং-কে৷ থাকছেন সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক-সহ ১৪ জন বিধায়ক। ব্যারাকপুর–জগদ্দল–টিটাগড় সহ ১৩টি পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যানরাও থাকছেন এই বৈঠকে৷
সূত্রের খবর, এই এলাকাগুলিতে বোমাবাজি, শুটআউট, খুন, ডাকাতির মতো ঘটনা ঘটেই চলেছে। আর তা নিয়ে দ্বিমত তৈরি হচ্ছে শাসকদলের নেতাদের মধ্যে। ফলে অস্বস্তিতে পড়ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই পরিস্থিতিতে ব্যারাকপুর সাব ডিভিশনে তৃণমূল কংগ্রেসের এই হাইভোল্টেজ সাংগঠনিক বৈঠক।
advertisement
advertisement
আরও পড়ুন: শিক্ষা দফতরের বিরাট সিদ্ধান্ত! এই শিক্ষাবর্ষ থেকেই শুরু ৪ বছরের স্নাতক কোর্স, ভর্তি প্রক্রিয়া নিয়েও বড় ঘোষণা
সম্প্রতি ব্যারাকপুরের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন অর্জুন সিং থেকে শুরু করে সৌগত রায়ের মতো নেতা। এতে তীব্র অস্বস্তিতে পড়ে শাসকদল৷ তবে তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই দুই সাংসদ নিজেদের ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। এটা দলের অবস্থান নয়৷
advertisement
আরও পড়ুন: দিনভর চালান AC, তা-ও আসবে না বিদ্যুৎ বিল! এমনও হয় নাকি, সত্যি.. কীভাবে?
অন্যদিকে, আবার মদন মিত্র বনাম সৌগত রায় বিরোধও প্রকাশ্যে আসে। তাই দলীয় নেতাদের তাল ছন্দে ফেরাতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 31, 2023 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arjun Singh | Sougata Roy: অর্জুন-সৌগত অস্বস্তি ঢাকতেই কি তড়িঘড়ি মিটিং? ব্যারাকপুরে তৃণমূলের মেগা বৈঠক ডাকল তৃণমূল