Murshidabad News: দ্বীপের মতো অবস্থান ছিল গ্রামের! অবশেষে শুরু হল সেতু নির্মাণের কাজ 

Last Updated:

Murshidabad News: দীর্ঘ প্রতীক্ষার পর খড়গ্রাম ব্লকের অন্তর্গত পাতডাঙ্গা গ্রামে দ্বারকা নদীর উপর বীজ নির্মাণের কাজ শুরু হল। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৪০ লক্ষ টাকা ব্যায়ে এই নতুন করে ব্রীজ নির্মাণের কাজ শুরু করা হল। 

+
খড়গ্রামের

খড়গ্রামের পাতডাঙ্গা গ্রামে চলছে সেতু নির্মাণের কাজ 

মুর্শিদাবাদঃ দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত পাতডাঙ্গা গ্রামে দ্বারকা নদীর উপর বীজ নির্মাণের কাজ শুরু হল। পাতডাঙ্গা গ্রামে ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৪০ লক্ষ টাকা ব্যায়ে এই নতুন করে ব্রীজ নির্মাণের কাজ শুরু করা হল।
পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের ভৌগলিক অবস্থান অনুযায়ী পাতডাঙ্গা গ্রামে মুলত চারদিকে নদী। একদিকে দ্বারকা নদী ও দ্বারকার শাখা নদী। ফলে পাতডাঙ্গা গ্রামটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত। খড়গ্রাম ব্লক সহ কান্দি মহকুমা মুলত বন্যা প্লাবন এলাকা হিসেবেই পরিচিত। বন্যা বাদ দিয়ে বাকি বর্ষার সময়ে গাড়ি চলাচল সহ এলাকার বাসিন্দাদের পারাপার করতে অসুবিধা হতো। সেই কথা মাথায় রেখে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই সেতু নির্মাণ করা হলে গাড়ি চলাচল যাতে করতে পারে তার জন্য প্রত্যাশা ছিল অনেক দিন ধরেই।
advertisement
advertisement
ইতিমধ্যেই দ্বারকা নদীর ওপরে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। ফলে জয়পুর গ্রাম পঞ্চায়েত, পদমকান্দি গ্রাম পঞ্চায়েত, ঝিল্লি গ্রাম পঞ্চায়েত সহ বীরভূম জেলার হাসন বিধানসভার বেশ কিছু মানুষ উপকৃত হবেন।
advertisement
এই সেতু হলে সময় কম হবে গন্তব্য পৌঁছানোর জন্য।খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত জানান, দীর্ঘদিনের দাবি মেনেই গ্রামে সেতু নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ৪০লক্ষ টাকা ব্যায়ে সেতু নির্মাণ করা হবে। উপকৃত হবেন বেশ কিছু গ্রামের বাসিন্দারা।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দ্বীপের মতো অবস্থান ছিল গ্রামের! অবশেষে শুরু হল সেতু নির্মাণের কাজ 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement