Birbhum news: চালককে খুন করে টোটো বিক্রি করতে গিয়ে গ্রেফতার! রামপুরহাটের ঘটনায় চাঞ্চল্য
- Reported by:SUBHADIP PAL
- hyperlocal
Last Updated:
চালককে খুন করে টোটো বিক্রি করতে গিয়ে গ্রেফতার এক ও আটক দুই।
বীরভূম: চালককে খুন করে টোটো বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ১ ও আটক ২। মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম অচিন্ত বাইন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রামপুরহাট থানার খোরুণ গ্রাম লাগোয়া একটি পুকুরে মাঝ বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি নিয়েই নানান রসস্য দানা বেঁধেছিল। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম জলপা টুডু। তিনি খোরুণ গ্রামেরই বাসিন্দা।
advertisement
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, সোমবার আনুমানিক রাত ন’টা নাগাদ মল্লারপুর স্টেশন যাব বলে টোটো বুক করেন অচিন্ত বায়েন নামে এক ব্যক্তি। সেই মত ওই দিন রাত ১২ নাগাদ টোটো নিয়ে যায় জলপা।
তারপর আর বাড়ি ফেরেননি ওই ব্যক্তি। এরপর মঙ্গলবার দুপুরে তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকে। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, নলহাটি থানার তেঝাঁটি এলাকায় টোটো বিক্রি করতে যায় অচিন্ত বায়েন সহ ৩ ব্যক্তি। দোকানদারের সন্দেহের কারণে নলহাটি থানার পুলিশকে খবর দেয় ,তারপর নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে টোটো টি বাজেয়াপ্ত করে । পরবর্তীতে অচিন্ত বাইনকে গ্রেফতার করে পুলিশ। বাকি দু’জনকে আটক করা হয়। ঘটনার প্রেক্ষিতে মৃতের স্ত্রী প্রতিমা টুডু লিখিত অভিযোগ করেছেন।
advertisement
শুভদীপ পাল
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 6:05 PM IST