৭৪৭ সরকারি জায়গার ওপর এক ব্যক্তি অবৈধভাবে দোকান ঘর তৈরি করে কিছু কিছু লোককে ব্যবসা করার জন্য জায়গা বিক্রয় করে। সেই সুবাদে সহদেব বরের বারাম রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তিনি আদালতে মামলার করেন। কলকাতা উচ্চ আদালতের নির্দেশ দেয় ওই অবৈধ দোকান ঘর করে ভেঙে ফেলে জায়গা পরিষ্কার করার। প্রথম পর্যায়ে চলতি বছরের ২২ সেপ্টেম্বর ভাঙার কর্মসূচি নেওয়া হলেও ছিল তা কার্যকর হয়নি।
advertisement
আরও পড়ুনঃ পিকনিকে আসা মানুষের সুবিধার্থে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল
তিন মাসের সেই দোকান ঘর গুলি ভাঙা হল। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা হল পুলিশে প্রহরায়। রাস্তার দুই ধারে দড়ি ঘিরে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবৈধ দোকানগুলি ভেঙ্গে ফেলা হয় তিনটি বুলডোজার দিয়ে। উপস্থিত ছিলেন পাঁশকুড়া বিডিও ধেনদূপ ভুটিয়া, পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত আইসি আশিস মজুমদার সহ পি ডব্লিউ ডি রোডসের ইঞ্জিনিয়ার সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
Saikat Shee