মোটরসাইকেল আরোহী ময়না থেকে তমলুকের দিকে আসছিলেন। অন্যদিক থেকে একটি মাছের গাড়ি ময়নার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ওই বাইক আরোহী। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ প্রসাদ ঘোড়াই। বাড়ি নন্দকুমার ব্লকের বোরগোদা এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা মাছের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে SDPO সাকিব আহমেদ নেতৃত্বে পৌঁছায় তমলুক ও ময়না থানার পুলিশ। পরে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
আরও পড়ুন: শব্দদানবের দাপট কমলেও কালীপুজোর রাতে কলকাতায় রেকর্ড ছাড়াল দূষণ
কিছু সময় এর জন্য ময়না-তমলুক রাজ্য সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় ওই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। ফলে মাথায় গুরুতর চোট লেগেছে। আর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত, উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটছে। কালীপুজোর দিন সন্ধ্যেবেলাও দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। এদিন আবারও পথ দুর্ঘটনায় প্রাণ হারাল একজন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পথ দুর্ঘটনায় রাতে সচেতনতা মূলক কর্মসূচি জেলা জুড়ে করার পরেও পথ দুর্ঘটনায় রাশটানা সম্ভব হচ্ছে না। যদিও পুলিশ সূত্রে খবর মানুষের অসচেতনতার ফলেই পথ দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে।
Saikat Shee