Kali Puja 2023: ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে গান শোনাতে আসতেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব! মন্দিরের সঙ্গে জড়িয়ে নানা অবাক করা কাহিনি

Last Updated:

কালী পূজার সন্ধ্যা থেকে ঠনঠনিয়া কালী বাড়িতে ভক্তদের ভিড়ে উপচে পড়ছিল। এখানে সারা বছর নিত্য পূজাতো চলেই। তবে কালী পুজোর দিন হয় বিশেষ পুজো।

কলকাতা: কলকাতায় রয়েছে অনেকগুলি কালীক্ষেত্র। তার মধ্যে অন্যতম হল কলেজ স্ট্রিটে অবস্থিত ঠনঠনিয়া কালীবাড়ি। কালী পূজার সন্ধ্যা থেকে ঠনঠনিয়া কালী বাড়িতে ভক্তদের ভিড়ে উপচে পড়ছিল। এখানে সারা বছর নিত্য পূজাতো চলেই। তবে কালী পুজোর দিন হয় বিশেষ পুজো। অনেকেই বিশ্বাস এই মন্দিরে আসার পর থেকে মায়ের আশীর্বাদে তাদের জীবনের মোড় ঘুরেছে।
স্থানীয় সূত্রে জানা যায় ১৭০৩ খ্রিস্টাব্দে উদয় নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালী মূর্তি তৈরি করেছিলেন।সে সময় এই মন্দিরে আকারে বেশ ছোট ছিল, তাল পাতার ছাউনি, মাটির দেওয়াল ছিল মন্দিরের।  জায়গাটিও ছিল জঙ্গলাকীর্ণ, তেমন লোক-বসতি ছিল না ওখানে।
advertisement
advertisement
পরে শঙ্কর ঘোষ নামে এক ধনী ব্যক্তি ১৮০৬ খ্রিস্টাব্দে, এখন যে কালী মন্দিরটি দেখা যায় কলেজ স্ট্রিটে সেটি নির্মাণ করেন। তিনি বর্তমান ঠনঠনিয়া কালীমন্দিরটি নির্মাণ করেন। সঙ্গে আট চালায় মন্দির তৈরি  করেন পুষ্পেশ্বরের। এখানে শিবের নাম পুস্পেশ্বর।
ঠনঠনিয়া কালীবাড়ির মূর্তিটি প্রতিবছরই সংস্কার হয়। এটি মাটির মূর্তি। কালো আর লাল রং দিয়ে মূর্তিটি রং করা হয়। ঠনঠনিয়া কালীবাড়িতে জৈষ্ঠ মাসে কালী পুজো হয়, ফলহারিণী অমাবস্যায়। কার্তিক অমাবস্যায় আদি কালীর পূজা ও মাঘ মাসে হয় রটন্তী কালীর পুজো।
advertisement
জানা গিয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব যখন ছোটবেলায় কলকাতায় আসেন, তখন এই এলাকাতেই থাকতেন। এই ঠনঠনিয়া কালীবাড়িতে এসে তিনি মা কালীকে গান শোনাতেন। তাই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে সাধুরা প্রত্যেকেই কালী পূজোর দিন নিয়ম করে প্রতিবারই আসেন এই মন্দিরে।
advertisement
এই মন্দিরে এসে রামকৃষ্ণ দেব যে বানী বলেছিলেন তা আজও মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে ‘শঙ্করের হৃদয় মাঝে, কালি বিরাজে।’ মন্দিরের একদিকে যেমন মা সিদ্ধেশ্বরী কালী রয়েছে, অন্যদিকে রয়েছেন পুষ্পেশ্বর। রবিবার ভোর থেকেই মায়ের নিত্যনৈমিত্তিক পুজোর সঙ্গে অমাবস্যার কালী পুজো ঘিরে, ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kali Puja 2023: ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে গান শোনাতে আসতেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব! মন্দিরের সঙ্গে জড়িয়ে নানা অবাক করা কাহিনি
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement