Kali Puja 2023: মৌতড় কালী মন্দিরে সকাল থেকেই ভিড় জমিয়েছে হাজার হাজার ভক্ত! পুজো থাকে বিশেষ রীতি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
শতাব্দী প্রাচীন পুরুলিয়া রঘুনাথপুর দু নম্বর ব্লকের মৌতড় কালীমন্দির। কথিত আছে এক সাধকের হাতে এই কালীপুজোর সূচনা হয়েছিল।
পুরুলিয়া: শতাব্দী প্রাচীন পুরুলিয়া রঘুনাথপুর দু নম্বর ব্লকের মৌতড় কালীমন্দির। কথিত আছে এক সাধকের হাতে এই কালীপুজোর সূচনা হয়েছিল। সেই সময় এই এলাকায় কোন মন্দির ছিল না। ওই সাধক পঞ্চমুণ্ডীর আসনে বসে মা কালীর আরাধনা করতেন। তাঁর মৃত্যুর পর এলাকা বাসীরা সেই পঞ্চমুণ্ডীর আসনের উপরেই স্থায়ী কালী মন্দির নির্মাণ করেন। তবে মন্দির প্রতিষ্ঠার সঠিক সময়সীমা সম্পর্কে কোনও তথ্যই কেউ দিতে পারেননি।
প্রতিবছর কার্তিক মাসে অমাবস্যায় মন্দির প্রাঙ্গনে লক্ষ , লক্ষ ভক্তের সমাগম হয়। পুজো উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে চলে মেলা। বলি প্রথা প্রচলিত আছে এই মন্দিরে। রাজ্যের বিখ্যাত কালীপুজোগুলির মধ্যে অন্যতম পুরুলিয়ার রঘুনাথপুরের মৌতড় কালী।
আরও পড়ুন: সাধক রামপ্রসাদের গুরুর প্রতিষ্ঠিত এই মন্দিরে কালীপুজোয় ভিড় জমায় হাজারো ভক্ত! পুজো শুরুর রীতিও অভিনব
advertisement
advertisement
মন্দিরের এক সেবাইত বলেন , “তারাপীঠের নিয়ম অনুসারে তন্ত্রমতে পুজো হয় এই মন্দিরে। মহানিশাতে পুজো আরম্ভ হয় এখানে। রাত তিনটে পর্যন্ত চলে পুজো। তারই মধ্যে হোম , ভোগ, আরতি সবই সম্পন্ন হয়। তারি মাঝে একনাগারে বলি হতে থাকে। বর্তমানে মায়ের শিলা মুর্তি রয়েছে মন্দিরে তাই এই মূর্তি বিসর্জিত হয় না। সেই কারণেই বিসর্জনের দিন মহাসমারহে একটি উৎসবের আয়োজন করা হয়।”
advertisement
ভিন রাজ্য ও ভিন জেলা থেকেও বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন মানত পূরণের আশায়। মৌতড়ের পঞ্চমুণ্ডী আসনের উপর প্রতিষ্ঠিত এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল , দুর্গাপুজোর অষ্টমীর দিন বাদ দিয়ে বছরের প্রতিদিনই এখানে বলি হয়। আর কার্তিক মাসের অমাবস্যার কালীপুজোর রাতে বলি দেওয়া শুরু হয় , তা চলে পরেরদিন দুপুর পর্যন্ত। কাতারে , কাতারে মানুষের ঢল নামেতে দেখা যায় এই মন্দিরে। চলে দণ্ডী কাটা। মন্দির চত্বরে ঘিরে ফেলা হয় কড়া পুলিশি নজরদারিতে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 3:23 PM IST