Kali puja 2023: সাধক রামপ্রসাদের গুরুর প্রতিষ্ঠিত এই মন্দিরে কালীপুজোয় ভিড় জমায় হাজারো ভক্ত! পুজো শুরুর রীতিও অভিনব

Last Updated:

খানাকুলের রাধানগর এলাকায় মা আনন্দময়ী কালী খুবই জাগ্রত এবং প্রসিদ্ধ। এই কালীমন্দির প্রতিষ্ঠা করেন সাধক রামপ্রসাদ সেনের গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ।

+
title=

খানাকুল: হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় নানা কালী মন্দির ঘিরে নানা জনশ্রুতি ও  কাহিনি রয়েছে। খানাকুলের রাধানগর এলাকায় মা আনন্দময়ী কালী খুবই জাগ্রত এবং প্রসিদ্ধ। এই কালীমন্দির প্রতিষ্ঠা করেন সাধক রামপ্রসাদ সেনের গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ। এমনটাই দাবি খানাকুলের আগমবাগীশের বংশের বর্তমান বংশের।
জানা গিয়েছে, আগমেশ্বরী হল নবদ্বীপে পূজিত কালী প্রতিমা। নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত তথা কালী সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পুজো শুরু করেন। তারপর তিনি সাধনার জন্য ঘুরতে ঘুরতে তৎকালীন সময় রাধানগরে মহাশ্মশানে চলে আসেন। আর এখানেই প্রতিষ্ঠা করেন আনন্দময়ীকালী মন্দির।
advertisement
advertisement
উল্লেখ্য, কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন সপ্তদশক শতকের এক উচ্চ স্তরের তন্ত্রসাধক, যিনি নদীয়া জেলার নবদ্বীপ শহরে জন্মগ্রহণ করেন। তন্ত্রশাস্ত্রে ১৭০ টি গ্রন্থ থেকে নির্যাস গ্রহণ করে, বিখ্যাত তন্ত্রসার গ্রন্থটি রচনা করেন এবং সমগ্র দেশ এই গ্রন্থটির সমাদৃত। তার প্রকৃত নাম কৃষ্ণানন্দ ভট্টাচার্য। তিনি ছিলেন শ্রী শ্রী রাম প্রসাদ সেনের তন্ত্র গুরু। সাধক রামপ্রসাদ সেনের গুরুদেব কৃষ্ণানন্দ আগামবাগীশের সময় থেকেই তন্ত্র সাধনার মাধ্যমে নিষ্ঠা ভরে পুজো হয় এই আনন্দময়ী মা কালীর।
advertisement
বিশেষ রীতিনীতি মেনে হয় পূজা। প্রথমে মন্দির সংলগ্ন মহাশ্মশানে শোল মাছকে পুড়িয়ে অথবা চিংড়ি মাছকে পুড়িয়ে পুজো শুরু হয়। তারপর মূল মন্দিরে এসে মায়ের আরাধনা হয়। কালী পুজো প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে। একই রীতি ও নিয়ম মেনে আগামবাগীশ পুজো করছেন আনন্দময়ী মা কালীর।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Kali puja 2023: সাধক রামপ্রসাদের গুরুর প্রতিষ্ঠিত এই মন্দিরে কালীপুজোয় ভিড় জমায় হাজারো ভক্ত! পুজো শুরুর রীতিও অভিনব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement