Kali Puja 2023: কুমোরটুলির প্রতিচ্ছবি হাওড়ার এই গ্রাম! প্রতিমার বৈচিত্র্য অবাক করবে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কুমোরটুলির প্রতিচ্ছবি যেন হাওড়ার গ্রামে। দেশ জুড়ে আলোর উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলা জুড়ে চরম ব্যস্ততা কালী পুজো নিয়ে।
হাওড়া: কুমোরটুলির প্রতিচ্ছবি যেন হাওড়ার গ্রামে। দেশ জুড়ে আলোর উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলা জুড়ে চরম ব্যস্ততা কালী পুজো নিয়ে। জেলা জুড়ে যেমন বনেদি বাড়ির পুজো গুলি নানা আচার অনুষ্ঠানের দিয়ে সম্পন্ন হয়, পাশাপাশি চলে সর্বজনীন পূজাগুলিও। ঠিক একই ভাবে এই দীপান্বিতা কালী পুজোতেও জেলায় বহু বারোয়ারি পুজো হয়ে ওঠে আকর্ষণে কেন্দ্রবিন্দু।
শেষ মুহূর্তে চরম ব্যস্ততা মন্ডপে মন্ডপে। তেমনি ব্যস্ততা জেলার প্রতিমা শিল্পালয় গুলিতে। জেলার প্রতিটি শিল্পালয় চরম ব্যস্ততা। তবে আমতা ভান্ডারগাছার শিল্পালয়ে চোখে পড়বে অন্য চিত্র। এবার কালী পুজোয় প্রায় ৫০ – ৫৫ টি প্রতিমা তৈরির বরাত পেয়েছে। এই প্রসঙ্গে, শিল্পী গোপাল পাল জানান, “৩০ বছর ধরে প্রতিমা তৈরি হচ্ছে। তবে গত ১০ বছরে গ্রামের মানুষের মধ্যেও থিমের প্রতিমার প্রতি আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে থিমের প্রতিমার বরাতও।”
advertisement
advertisement
আমতা ভান্ডার গাছার একটি শিল্পালয়ে। শুধু গ্রামীণ হাওড়া নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রতিমা তৈরির বরাত আসে। এখানে প্রায় প্রতিটি প্রতিমায় ভিন্ন রূপ ভিন্ন থিমের দেখা মিলবে। প্রতিমার মূর্তি বলতে প্রথমে হাওড়া-কলকাতার মানুষের কাছে ভেসে ওঠে কুমোরটুলির নাম। কিন্তু হাওড়া জেলার আমতা ব্লকের ভান্ডারগাছা গ্রামে শিল্পালয়ে দেখা মিলছে নানা বৈচিত্রের প্রতিমা। ফলে এখানের প্রতিমার দারুন চাহিদা বাড়ছে। কুমোরটুলির ছন্দে এই গ্রামের শিল্পালয়।
advertisement
দুর্গা, লক্ষ্মী, সরস্বতীযে কোনও প্রতিমাতে নতুনত্ব থাকে এখানে। দিন দিন তাই বরাত বেড়েই চলেছে। এবার দুর্গা পুজোয় সর্বাধিক একটি প্রতিমার প্রায় আড়াই লক্ষ টাকা বাজেটে। অন্যদিকে এই কালীপুজোয় সর্বাধিক চল্লিশ হাজার টাকা বাজেটের প্রতিমার বরাত রয়েছে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 7:05 PM IST