স্থানীয় সূত্রে জানা গেছে, খড়াই পশ্চিমসাই গ্রামের কৃষক সুভাষ বেরা অন্যের জমিতে ধার দেনা করে বাদশা ভোগ প্রজাতির ধানের চাষ করেছিলেন। ধাষ ঝাড়াই করে ধান জমিতেই মজুদ করে রেখেছিলেন। রবিবার রাতের অন্ধকারে সেই ধানে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে শেষ সম্বলটুকু। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ বস্তা ধান। যার আনুমানিক মূল্য ৫০-৬০ হাজার টাকা। কীভাবে আগুন রাজনৈতিক হিংসা, না কী অন্য কিছু ধন্দে স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ নন্দকুমার থানার উদ্যোগে দিঘা বীচ ম্যারাথনের প্রোমো রান
খবর পেয়ে জমিতে ছুটে আসে পরিবারের সদস্যরা। শেষ সম্বটুকু উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রাও। আগুনে নেভাতে গিয়ে ঝলসে যায় পরিবারের সদস্য দেবব্রত বেরা। তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় ভেঙে পড়েছে ওই কৃষকের পরিবার। অন্যের জমি লিজ নিয়ে ধার দেনা করি চাষ করেছিলেন ধান। কিন্তু সেই ধান বাড়ি পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ছাই হল। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য সংকটে ওই কৃষকের পরিবার!
Saikat Shee