আরও পড়ুন: জনবহুল এলাকায় তৈরি হচ্ছে মদের কাউন্টার, প্রতিবাদ জানিয়ে এগিয়ে এলেন গ্রামের মহিলারা
পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের দোবাধি গ্রামে বুধবার সকালে এই দেহটি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, দোবাধি এলাকার এগরা-কুদি রাজ্য সড়কের পাশে অবস্থিত এগরা-১ ব্লক প্রাণীসম্পদ দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি কালভার্টের তলা থেকে দেহটি উদ্ধার হয়। মাঠে চাষের কাজে গিয়ে স্থানীয় কৃষকরা প্রথম দেহটি দেখতে পান। খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে দেহটি নিয়ে যায়। প্রথমে মৃতের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে জানা যায় তাঁর নাম নাম খগেন মাইতি (৪৫)। বাড়ি এগরা-২ ব্লকের দাউদপুর-উদ্ধবপুরে।
advertisement
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে মাথায় আঘাত করে খুন করে কেউ বা কারা কালভার্টের তলায় ফেলে দিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ বিষয়টির কিনারা করতে তদন্ত শুরু করেছে।
পঙ্কজ দাশ রথী