ফলে সমস্যায় পড়তে হয়েছিল খুচরো মাছ বিক্রেতাদের। তাই এদিন আড়তদারদের কাছে মাছ কেনা ও মাছ বিক্রি বন্ধ করে দেয় ক্ষুদ্র মাছ বিক্রেতারা। ফলে এদিন বিভিন্ন জায়গা থেকে আসা দামি মাছ পড়ে থাকে রাস্তায়। ফলে দিন কার্যত ব্যবসা বন্ধ হয়ে যায় সকলের। যদিও এরপর খুচরো ও আড়ত ব্যবসায়ীররা নিজেদের মধ্যে আলোচনা করে। এরপরই সমস্যার সমাধান হয়।
advertisement
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ-এর জালে দুই দুষ্কৃতী
মাছ ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে এভাবে বিক্ষোভ দেখানয় অনেক টাকার লস হয়ে গেল। লরি ভরতি করে মাছ নিয়ে এসেও বিক্রি করতে পারলাম না। এখন সেই সব মাছ বরফ দিতে হবে। ফলে পরে এই মাছের দাম আর উঠবে না। দীর্ঘক্ষণ আড়তে মাছ বিক্রি বন্ধ থাকে এ দিন। তবে পরে দু পক্ষের আলোচনা হয়। তাতে যে সিদ্ধান্ত দাঁড়ায় তা হল ৮ কেজি মাছ আড়ত থেকে কিনতে পারবেন ব্যবসায়ীরা। ফলে ১০ কেজি থেকে ৮ কেজিতে নেমে দাঁড়াল মাছ কেনাবেচা।
Malobika Biswas