তবে তার পরও কৃষকরা সচেতন হয়নি বলেই অভিযোগ। তাই কৃষকদের মানসিকতার পরিবর্তন আনতে নাড়া পোড়ানো বন্ধ করতে এবার উদ্যোগই হল কৃষকদের ছেলেমেয়েরা। নাড়া পোড়ানো বন্ধের জন্য তারাই পোস্ট কার্ডে চিঠি তাদের বাবা- মা কে পাঠাল। বর্ধমান দু নং ব্লকের বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভিনব উদ্যোগ নিল পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি।
advertisement
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন ছোট্ট ঐশীর
সংস্থা সদস্যদের উদ্যোগেই বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে লেখানো হল চিঠি। আর সেই চিঠি ভায়া পোস্ট কার্ডের পৌঁছে যাবে প্রতিটি কৃষকের কাছে । এই উদ্যোগের মূল লক্ষ্য নাড়া পোড়ানো বন্ধ করা, পাশাপাশি শুধুই কৃষকদের নয় সাধারণ মানুষকেও সচেতন করা নাড়া পোড়ানো নিয়ে । কারণ যেহেতু চিঠিটা পোস্ট মারফত যাবে সেহেতু এই চিঠির সম্পর্কে অনেকেই অবগত হবেন। ফলে বহু মানুষকে সচেতন করা যাবে।
Malobika Biswas