TRENDING:

Purba Bardhaman News: নাড়া পোড়ানো বন্ধ করতে কৃষক বাবা মা'কে চিঠি ছাত্র-ছাত্রীদের

Last Updated:

জমিতে নাড়া পড়ানো বন্ধে এবার পথে নামল ছাত্রছাত্রীরা। কৃষক বাবা-মা কে পাঠাল চিঠি পাঠাল স্কুলের পড়ুয়ারা । জেলা প্রশাসনেরনিষেধাজ্ঞাকে অমান্য করেই লাগাতার কৃষকরা জমির ধান কাটার পর নাড়া পোড়াচ্ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : জমিতে নাড়া পোড়ানো বন্ধে এবার পথে নামল ছাত্রছাত্রীরা। কৃষক বাবা-মা কে পাঠাল চিঠি পাঠাল স্কুলের পড়ুয়ারা । জেলা প্রশাসনেরনিষেধাজ্ঞাকে অমান্য করেই লাগাতার কৃষকরা জমির ধান কাটার পর নাড়া পোড়াচ্ছিলেন। আর যার ফলস্বরূপ কিছুদিন আগেই পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কলানবগ্রামে এক ৭২ বছর বয়সী কৃষকের মৃত্যু হয় । তিনি নিজের জমির নাড়া পোড়াতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান। আর এই ঘটনার পরই নড়ে চড়ে বসে মেমারী এক নম্বর ব্লক প্রশাসন।
advertisement

তবে তার পরও কৃষকরা সচেতন হয়নি বলেই অভিযোগ। তাই কৃষকদের মানসিকতার পরিবর্তন আনতে নাড়া পোড়ানো বন্ধ করতে এবার উদ্যোগই হল কৃষকদের ছেলেমেয়েরা। নাড়া পোড়ানো বন্ধের জন্য তারাই পোস্ট কার্ডে চিঠি তাদের বাবা- মা কে পাঠাল। বর্ধমান দু নং ব্লকের বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভিনব উদ্যোগ নিল পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি।

advertisement

আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন ছোট্ট ঐশীর

সংস্থা সদস্যদের উদ্যোগেই বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে লেখানো হল চিঠি। আর সেই চিঠি ভায়া পোস্ট কার্ডের পৌঁছে যাবে প্রতিটি কৃষকের কাছে । এই উদ্যোগের মূল লক্ষ্য নাড়া পোড়ানো বন্ধ করা, পাশাপাশি শুধুই কৃষকদের নয় সাধারণ মানুষকেও সচেতন করা নাড়া পোড়ানো নিয়ে । কারণ যেহেতু চিঠিটা পোস্ট মারফত যাবে সেহেতু এই চিঠির সম্পর্কে অনেকেই অবগত হবেন। ফলে বহু মানুষকে সচেতন করা যাবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: নাড়া পোড়ানো বন্ধ করতে কৃষক বাবা মা'কে চিঠি ছাত্র-ছাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল