TRENDING:

East Bardhaman News: আউশগ্রামে ডবল ধামাকা! শুরু ফুটবল টুর্নামেন্ট ও মিলন মেলা, শেষ দিনে আসছেন দেব-নুসরত

Last Updated:
East Bardhaman News: আউশগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দাতা লালন মিলন মেলা এবং ফুটবল টুর্নামেন্ট। যা রবিবার পর্যন্ত চলবে। মেলার শেষদিনে উপস্থিত থাকবেন অভিনেতা দেব, নুসরত-সহ আরও অনেকে।
advertisement
1/5
আউশগ্রামে ডবল ধামাকা! ফুটবল টুর্নামেন্ট ও মিলন মেলা, আসছেন দেব-নুসরত
আউশগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দাতা লালন মিলন মেলা এবং মরহুম হালিম-হালিমা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই টুর্নামেন্ট ও মেলা আজ শুধুমাত্র একটি খেলা বা অনুষ্ঠান নয়, বরং এলাকার মানুষের আবেগ ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। আশপাশের বহু গ্রামের মানুষ সারা বছর ধরেই এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকেন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
রবিবার পর্যন্ত চলবে এই জমজমাট মিলন মেলা ও ফুটবল টুর্নামেন্ট। মেলার উদ্যোক্তা আব্দুল লালন এবং আফজল রহমান জানান, জঙ্গলমহলের মানুষের আনন্দ ও বিনোদনের কথা মাথায় রেখেই এত বড় আকারে এই টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁদের কথায়, খেলাধুলোর পাশাপাশি সাংস্কৃতিক মিলনই এই মেলার মূল উদ্দেশ্য।
advertisement
3/5
মেলার সাংস্কৃতিক মঞ্চেও থাকছে বিশেষ আকর্ষণ। উদ্যোক্তারা জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা দেব, নুসরত, আদিবাসী গায়ক রথীন কিস্কু-সহ কলকাতা থেকে আগত একাধিক স্বনামধন্য শিল্পী। পাশাপাশি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পর গেঁড়াই ফুটবল মাঠেই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ আতশবাজি প্রদর্শনী, যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে।
advertisement
4/5
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রথম সেমিফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ম্যাচকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। আয়োজকদের আশা, আগামী দিনগুলিতে আরও বেশি দর্শকের উপস্থিতিতে এই ঐতিহ্যবাহী নকআউট ফুটবল টুর্নামেন্ট আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে। খেলাকে কেন্দ্র করে এলাকার যুবসমাজের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উদ্দীপনা।
advertisement
5/5
রবিবার মেলার শেষদিনে অভিনেতা দেবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই এলাকার হাজারো মানুষের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। মেলায় রয়েছে একাধিক স্টল, জামাকাপড় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসের সম্ভার। সব মিলিয়ে আউশগ্রামের এই দাতা লালন মিলন মেলা ও নকআউট ফুটবল টুর্নামেন্ট এখন ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।(তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আউশগ্রামে ডবল ধামাকা! শুরু ফুটবল টুর্নামেন্ট ও মিলন মেলা, শেষ দিনে আসছেন দেব-নুসরত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল