TRENDING:

East Bardhaman News: বন্দেমাতরমের ১৫০ বছরে সেজে উঠল পৌর উৎসব ২০২৫! বঙ্কিমচন্দ্রের উত্তরসূরির হাতে উদ্বোধন, নববর্ষের আগে ঘুরে আসুন

Last Updated:
East Bardhaman News: বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিকে সামনে রেখে বর্ধমানের শুরু হল পৌর উৎসব ২০২৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরির হাতে হল উদ্বোধন। ২০ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব।
advertisement
1/6
বন্দেমাতরমের ১৫০ বছরে সেজে উঠল পৌর উৎসব ২০২৫! বঙ্কিমচন্দ্রের উত্তরসূরির হাতে উদ্বোধন
বর্ধমানের শুরু হল পৌর উৎসব ২০২৫। বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিকে সামনে রেখে এ বছরের উৎসবের থিম প্রাণের গান, দেশের মান, বন্দেমাতরম। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দেমাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি বিশিষ্ট কবি জয়দেব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
২০ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত্রি ১০ টা পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিবছরের মত এবছরও প্রতিদিন থাকবে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিশিষ্ট শিল্পীরাও। এছাড়াও বর্ধমানের স্থানীয় প্রায় ১৫০ জন শিল্পী প্রতিদিন অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে।
advertisement
3/6
১৯ ডিসেম্বর এই উৎসব উপলক্ষে উল্লাস বাসস্ট্যান্ড থেকে পৌরসভা পর্যন্ত একটি সুসজ্জিত সাইকেল মিছিল করা হয় এবং ২০ ডিসেম্বর বর্ধমান পৌরসভা থেকে উৎসব ময়দান পর্যন্ত একটি মিছিল করে বর্ধমান পৌর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মিছিলে তুলে ধরা হয় ইংরেজদের অত্যাচারের বিভিন্ন দৃশ্য। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কবি জয়দেব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
advertisement
4/6
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, এবছর উৎসবের বাজেট প্রায় ৬৫ লক্ষ টাকা। থাকছে ১৬৫টি স্টল। বিগত বছরের পৌর উৎসব থেকে আয় হওয়া প্রায় ৭০ লক্ষ টাকা রয়েছে ফাণ্ডে। সেই টাকা উৎসব কমিটি পুরসভাকে দিয়েছে বর্তমান পুরসভার পান্থশালার জায়গায় আরও একটি লজ তৈরির জন্য। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।
advertisement
5/6
বন্দেমাতরম গানের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসুরী বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, 'বন্দেমাতরম গান রচনার ১৫০বছর পূর্তির অনুষ্ঠান হচ্ছে। বন্দেমাতরম মানে দেশমাতৃকাকে বন্দনা করা। আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি। কিন্তু আমাদের মধ্যে সেই দেশাত্মবোধ মাতৃজাতির প্রতি যে সম্মান সেটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সেজন্য আমরা নতুন করে শপথ নিতে চাই এই দেশাত্মবোধকে।আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে বিশ্বে ভারতবর্ষকে শ্রেষ্ট আসন দিতে পারি।'
advertisement
6/6
আসবেন কীভাবে বর্ধমান পৌর উৎসবে? বর্ধমানের বাইরে থেকে এলে উল্লাস বাসস্ট্যান্ড, নবাবহাট বাসস্ট্যান্ড অথবা স্টেশন থেকে আপনি টাউন সার্ভিস ধরে আসতে পারেন বীরহাটায়। বাস থেকে নেমে দু-তিন মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন উৎসব ময়দান। অথবা বর্ধমান শহরের যে কোন প্রান্ত থেকে টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন উৎসব ময়দান। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বন্দেমাতরমের ১৫০ বছরে সেজে উঠল পৌর উৎসব ২০২৫! বঙ্কিমচন্দ্রের উত্তরসূরির হাতে উদ্বোধন, নববর্ষের আগে ঘুরে আসুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল