Parenting Tips: ঘাড়ে-শিড়দাঁড়ায় অসহ্য ব্যথা? আপনার সন্তানের ব্যাগের ওজন ঠিক আছে তো? কত হওয়া 'পারফেক্ট'? 'সঠিক' চার্ট মিলিয়ে দেখে নিন
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Parenting Tips: স্কুলে বড্ড বেশি চাপ ! দিনদিন বাড়ছে বইয়ের পরিমান! স্কুল ব্যাগের ভারে বাড়ি ফেরার পর ক্লান্ত হয়ে পরে আপনার শিশুরা? জানেন কত ওজন হওয়া উচিত আপনার শিশুর কোন ব্যাগের?
স্কুলে বড্ড বেশি চাপ ! দিনদিন বাড়ছে বইয়ের পরিমান! স্কুল ব্যাগের ভারে বাড়ি ফেরার পর ক্লান্ত হয়ে পরে আপনার শিশুরা?শিশুদের মধ্যে দেখা দেয় বিভিন্ন সমস্যা। অনেক সময় এই ব্যাগের ভারে তাদের ঘাড়ে ও শিড়দাঁড়ায় বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু জানেন কি আপনার শিশুর ব্যাগের ওজন কত হওয়া উচিত তা নিয়ে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement
advertisement
তবে যে কোনও বয়সের বাচ্চাদের ব্যাগেই একটি জলের বোতল,পেন্সিল বক্স এবং টিফিন দেওয়া উচিত। কিন্তু এই জিনিসগুলিতেই মোটামুটি ব্যাগের ওজন হয়ে যায় ১ কেজি তারপর ব্যাগের তো একটি নির্দিষ্ট ওজন থাকেই। জাতীয় শিক্ষানীতিতে ওজন নিয়ে নির্দেশিকা থাকলেও তা মাপে কে ? তাই অধিকাংশ ক্ষেত্রেই এই নিয়ম মানা হয় না বলে অভিযোগ অভিভাবকদের।
advertisement









