East Bardhaman News: তিন পুরুষ ধরে একই স্কুলের পড়ুয়া, স্বাধীনতার বহু আগে শুরু পথচলা! এই সরকারি স্কুল জেলার গর্ব

Last Updated:

East Bardhaman News: স্বাধীনতারও বহু আগে জন্ম নিয়েছিল যে বিদ্যালয়, আজ সেই বিদ্যালয়ই হয়ে উঠেছে হাজার হাজার মানুষের স্মৃতি।

+
শতবর্ষ

শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: স্বাধীনতারও বহু আগে, ইতিহাসের একেবারে প্রান্তিক সময়ে জন্ম নিয়েছিল যে বিদ্যালয়, আজ সেই বিদ্যালয়ই হয়ে উঠেছে হাজার হাজার মানুষের স্মৃতি, ভালবাসা আর আবেগের ঠিকানা। পূর্ব বর্ধমান জেলার এমনই এক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঘোড়ানাশ হাইস্কুল। কাটোয়া শহর থেকে কিছুটা দূরে প্রত্যন্ত গ্রামের বুকে ১৯২৫ সালে যাত্রা শুরু করেছিল এই স্কুল। সেই সময় কে জানত, সীমিত পরিকাঠামোর মধ্যে গড়ে ওঠা এই বিদ্যালয় একদিন প্রজন্মের পর প্রজন্মের জীবনের অংশ হয়ে উঠবে!
প্রায় একশো বছর ধরে ঘোড়ানাশ হাইস্কুল শুধু পড়াশোনার জায়গা হয়ে থাকেনি, হয়ে উঠেছে একটি আবেগ, একটি ঐতিহ্য। কাটোয়া শহর সহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষের কাছে এই স্কুল এক পরিচিত নাম। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বেড়েছে বিদ্যালয়ের পরিসর, বদলেছে চেহারা, তবে বদলায়নি স্কুলকে ঘিরে থাকা ভালবাসা। সেই দীর্ঘ পথচলার শেষে আজ শতবর্ষে পা দিল ঘোড়ানাশ হাইস্কুল। আর এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরেই যেন বিদ্যালয় প্রাঙ্গণে বসেছে চাঁদের হাট। শুরু হয়েছে শতবার্ষিকী উৎসব উদযাপন। প্রাক্তন ও বর্তমান পড়ুয়া, শিক্ষক, অভিভাবক সকলের মিলিত উপস্থিতিতে বিদ্যালয় যেন ফিরে পেয়েছে তার অতীতের গৌরব আর স্মৃতির রঙ।
advertisement
আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নয়া বিজনেস আইডিয়া, কফির কাপে তুফানি আড্ডা! পুরুলিয়া গেলে মিস করবেন না
শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন জেলার জেলাশাসক আয়েশা রাণী এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী রতন কাহার, যাঁর উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে আলাদা মাত্রা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বরূপ ঘোষ বলেন, “এই এলাকার শিক্ষানুরাগী যাঁরা স্বপ্নের আলো দেখিয়েছেন। তাঁদের আমি বিনম্র শ্রদ্ধা জানায়। এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের একটা দিন।”রবিবার পর্যন্ত জাঁকজমকপূর্ণ নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে এই শতবর্ষ উদযাপন। তবে সবচেয়ে আবেগঘন দৃশ্যটি দেখা যাচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণেই। একই ছাদের নীচে দাঁড়িয়ে আছেন তিন প্রজন্ম, কোথাও প্রাক্তন ছাত্র হিসেবে দাদু, তাঁর পাশেই বাবা, আর সঙ্গে বর্তমান পড়ুয়া নাতি বা ছেলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক বিদ্যালয়, তিন প্রজন্ম, এর চেয়ে বড় মিলনমেলা আর কী হতে পারে! এই প্রসঙ্গে বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র গৌতম ঘোষাল এবং মৃন্ময় সাহা বলেন, “আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এটা একটা আলাদা রকম অনুভুতি। তিন প্রজন্ম এখানে পড়ছে, আমার বাবা পড়েছে আমি পড়েছি এখন আমার ছেলে পড়ছে। তাছাড়া এই সরকারি স্কুল সব দিক থেকেই ভাল ভাবে এগিয়ে চলেছে।” এই স্কুল থেকেই শিক্ষা নিয়ে আজ সমাজের নানা স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন অসংখ্য পড়ুয়া। কেউ শিক্ষক, কেউ সরকারি কর্মী, কেউ বা ব্যবসায়ী, তবু সকলের শিকড় একই জায়গায়, ঘোড়ানাশ হাইস্কুলে। তাই শতবর্ষের এই উৎসবে সকলেই যেন ফিরে এসেছেন নিজেদের শৈশব, কৈশোর আর স্মৃতির ঠিকানায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: তিন পুরুষ ধরে একই স্কুলের পড়ুয়া, স্বাধীনতার বহু আগে শুরু পথচলা! এই সরকারি স্কুল জেলার গর্ব
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement