Purba Bardhaman News: স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন ছোট্ট ঐশীর

Last Updated:

বয়স কম হলেও ঐশীর চিন্তাভাবনা একেবারে বড়দের মতো। মাত্র আট বছরের ঐশী জানে কিভাবে সকল স্তরের মানুষের সঙ্গে মিশতে হয়। জন্মদিন তো সকলেই পালন করে। কেউ কেক কেটে তো কেউ হইহুল্লোড় আনন্দ মজা করে। তবে জন্মদিনটা পথ শিশুদের সঙ্গে ভাগ করে নিতে কজনই বা পারে।

+
title=

#পূর্ব বর্ধমান : বয়স কম হলেও ঐশীর চিন্তাভাবনা একেবারে বড়দের মতো। মাত্র আট বছরের ঐশী জানে কিভাবে সকল স্তরের মানুষের সঙ্গে মিশতে হয়। জন্মদিন তো সকলেই পালন করে। কেউ কেক কেটে তো কেউ হইহুল্লোড় আনন্দ মজা করে। তবে জন্মদিনটা পথ শিশুদের সঙ্গে ভাগ করে নিতে কজনই বা পারে। তবে আট বছরের ছোট্ট ঐশী পেরেছে। জন্মদিনে বাবা মা এর কাছে ঐশী আপদার করে ছিল যে সে পথ শিশুদের খাওয়াতে চায়, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়। আর মেয়ের জন্মদিনে মেয়েকে উপহার স্বরূপ ঐশীর বাবা-মা আয়োজন করল এক অভিনব জন্মদিনের।
ঐশীর বাবা-মা যোগাযোগ করেন বর্ধমানের ‘মানুষ মানুষের জন্য’ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। এরপরই মেয়ের ইচ্ছে পূরণ করতে এই সংস্থার সহযোগিতায় পালন করলেন মেয়ের জন্মদিন। এদিন রেল লাইনের ধারে থাকা পথ শিশুদের সঙ্গে জন্মদিন কাটাল ঐশী। শুধু শিশুরাই নয় বর্ধমান স্টেশন সংলগ্ন যে সমস্ত মানুষ ঠিকমতো খেতে পান না প্রতিদিন তাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মেনুতে ছিল বিরিয়ানি, মাংস আর মিষ্টি।
advertisement
আরও পড়ুনঃ মাথার উপর ভরসার ছাদ হল কার অ্যাসোসিয়েশন, মাধ্যমিক পর্যন্ত চিন্তা নেই নাবালকের
পাশাপাশি পথ শিশুদের দেওয়া হল খাতা পেন পেন্সিল। সমাজে পিছিয়ে পড়া পথ শিশুদের নিয়ে কাজ করে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। শুধু শিশুদেরই নয় সারাদিন আমরা যাদের পথের ধারে করে থাকতে দেখি তাদের নিয়োগ কাজ করে এই সংস্থা। তাই এই ঐশীদের মত এভাবে জন্মদিন পালন করার কথা শুনলে সাহায্যের হাত বাড়িয়ে দেন মানুষ মানুষের জন্য সংস্থার সদস্যরা।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পথ শিশুদের সঙ্গে জন্মদিন পালন ছোট্ট ঐশীর
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement