Purba Bardhaman News: মাথার উপর ভরসার ছাদ হল কার অ্যাসোসিয়েশন, মাধ্যমিক পর্যন্ত চিন্তা নেই নাবালকের

Last Updated:

মাথার উপরে ভরসা বলতে আছে বৃদ্ধ দাদু ঠাকুমা। তাদেরও আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পাঁচ বছরের রাজদীপের ভবিষ্যতে পড়েছিল প্রশ্ন চিহ্ন। তবে পাশে এসে দাঁড়াল বর্ধমান কার ড্রাইভার্স এন্ড ওনার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরা।

+
title=

#পূর্ব বর্ধমান : মাথার উপরে ভরসা বলতে আছে বৃদ্ধ দাদু ঠাকুমা। তাদেরও আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পাঁচ বছরের রাজদীপের ভবিষ্যতে পড়েছিল প্রশ্ন চিহ্ন। তবে পাশে এসে দাঁড়াল বর্ধমান কার ড্রাইভার্স এন্ড ওনার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরা। এই রাজদীপের দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনোর সমস্ত দায়িত্ব নিল এই অ্যাসোসিয়েশনের সদস্য। স্কুলে ভর্তি করে দেওয়া থেকে শুরু করে রাজদীপের প্রয়োজনীয় জিনিসপত্রের দায়িত্ব নিল এই অ্যাসোসিয়েশন।
পূর্ব বর্ধমান জেলার গঞ্জ বৈকুন্টপুরে রাজদীপ রায় নামে ওই শিশুটি ঠাকুমা দাদুর সঙ্গে থাকে। অভাবের সংসারে দিন আনা দিন খাওয়া দাদু ঠাকুমা কোনরকমে নাতির মুখে অন্ন টুকু জোগান। তার উপর যদি পড়াশুনোর খরচ চালাতে হয় তাহলে সংসার চালানো গায়ে হয়ে পড়বে। তাই ওই গ্রামেরই এক সদস্যের কাছ থেকে এই খবর পাওয়ার পরই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা পাশে দাঁড়ালেন ওই পরিবারের। রাজদীপের পড়াশোনার দায়িত্ব নিলেন তারা।
advertisement
আরও পড়ুনঃ আবারও বর্ধমান থানার বড় সাফল‍্য, চুরি যাওয়া টোটো ফিরিয়ে দিল পুলিশ
এভাবে রাজদীপের পাশে দাঁড়াতে পেরে যেমন খুশি অ্যাসোসিয়েশনের সদস্যরা, তেমনই খুশি বৈকুন্ঠপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা। আর এভাবে সাহায্য পেয়ে উপকৃত অসহায় দাদু ঠাকুমা। বর্ধমান কার ড্রাইভার্স এন্ড ওনার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরা বলেন, আপাতত রাজদীপকে স্কুলে ভর্তি করানো হয়েছে। তার মাধ্যমিক পর্যন্ত সমস্ত দায়িত্ব নেওয়া হল। এরপর অর্থাৎ মাধ্যমিকের পর যদি আজকে উচ্চশিক্ষিত হতে চায় তাহলে সে দায়িত্বও তারা নেবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুঃস্থদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
স্থানীয়রাও যদি এই বাচ্চার একটু দায়িত্ব নেই সেই অনুরোধ করব। এদিকে রাজদীপের দাদু সদয় রায় বলেন, মাঠে দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। কোনরকমে পেটের ভাত টুকু জোটে। নাতিকে পড়াবো ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই অ্যাসোসিয়েশনের সদস্যরা যে উদ্যোগ নিয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকবো।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: মাথার উপর ভরসার ছাদ হল কার অ্যাসোসিয়েশন, মাধ্যমিক পর্যন্ত চিন্তা নেই নাবালকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement