TRENDING:

Alipurduar News: সাইকেল চালিয়ে ওড়িশার যুবকের ভুটান সফর! কেন জানলে কুর্নিশ জানাবেন আপনিও

Last Updated:

ওড়িশার সম্বলপুর থেকে ভুটান সফরে এসেছিলেন এক যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়গাঁ: সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ওড়িশার সম্বলপুর থেকে ভুটান সফরে এসেছিলেন এক যুবক। ভুটান থেকে ফিরে এদিন জয়গাঁতে এসেছেন মহেন্দ্র বজরাতি নামের ওই যুবক। শুধু সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নয়, সাইকেল নিয়ে সোলো ট্রিপ কতটা রোমাঞ্চকর হয়, তা সকলকে জানিয়েছেন ওই যুবক।
advertisement

বর্তমান সময়ে সোলো ট্রিপ অত্যন্ত জনপ্রিয় বিষয়। সকলের সঙ্গে হইহই নয়, বরং নিজের সঙ্গে সময় কাটাতেই সোলো ট্রিপ বেছে নেন অনেকেই। যদিও সোলো ট্রিপ-এ যেতে বেশি দেখা যায় যুবক, যুবতিদেরই। ট্রেন, বাসে চেপে নয় বরং সাইকেল নিয়ে সোলো ট্রিপ দারুণ রোমাঞ্চকর হয় বলে জানালেন মহেন্দ্র বজরাতি নামের যুবক। সাইকেল নিয়ে সোলো ট্রিপ করলে আরও একান্তে সময় অতিবাহিত করা যায়। কোনও জায়গা সম্পর্কে বিশদে জানা যায়। সবুজায়নের বার্তা দিতে সাইকেল নিয়ে বেরোনো উদ্দেশ্য ছিল মহেন্দ্র বজরাতির। কিন্তু সোলো ট্রিপ নিয়ে সকলের মনকে সম্যক ধারণা দিতে চেয়েছিলেন তিনি। যা তিনি পেরেছেন বলে মনে করেন।

advertisement

আরও পড়ুন: হচ্ছেটা কি! চিন্তায় বাসিন্দারা, রাত হলেই দুমদাম করে গোয়াল থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক গরু

শুধু প্রকৃতির সবুজায়ন নয়, স্বচ্ছ হোক মানুষের মন কামনা করছেন তিনি। ওই যুবক ওড়িশা থেকে যাত্রা শুরু করেছিলেন তিন মাস আগে। তিনি আন্তর্জাতিক সফরে বেড়িয়েছেন সাইকেল নিয়ে। কারণ সাইকেল একটি দূষণমুক্ত যানবাহন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মহেন্দ্র বজরাতি জানান, “সাইকেল চালানো শরীরের পক্ষে ভাল। যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত। আমাকে দেখে যদি তারা অনুপ্রাণিত হয়ে সাইকেল চালানো শুরু করে, তাহলে তাঁদের নতুন জায়গা জানার ইচ্ছে হবে। মন সুস্থ হবে তাঁদের।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে 'মহাভারত'! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: সাইকেল চালিয়ে ওড়িশার যুবকের ভুটান সফর! কেন জানলে কুর্নিশ জানাবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল