বর্তমান সময়ে সোলো ট্রিপ অত্যন্ত জনপ্রিয় বিষয়। সকলের সঙ্গে হইহই নয়, বরং নিজের সঙ্গে সময় কাটাতেই সোলো ট্রিপ বেছে নেন অনেকেই। যদিও সোলো ট্রিপ-এ যেতে বেশি দেখা যায় যুবক, যুবতিদেরই। ট্রেন, বাসে চেপে নয় বরং সাইকেল নিয়ে সোলো ট্রিপ দারুণ রোমাঞ্চকর হয় বলে জানালেন মহেন্দ্র বজরাতি নামের যুবক। সাইকেল নিয়ে সোলো ট্রিপ করলে আরও একান্তে সময় অতিবাহিত করা যায়। কোনও জায়গা সম্পর্কে বিশদে জানা যায়। সবুজায়নের বার্তা দিতে সাইকেল নিয়ে বেরোনো উদ্দেশ্য ছিল মহেন্দ্র বজরাতির। কিন্তু সোলো ট্রিপ নিয়ে সকলের মনকে সম্যক ধারণা দিতে চেয়েছিলেন তিনি। যা তিনি পেরেছেন বলে মনে করেন।
advertisement
আরও পড়ুন: হচ্ছেটা কি! চিন্তায় বাসিন্দারা, রাত হলেই দুমদাম করে গোয়াল থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক গরু
শুধু প্রকৃতির সবুজায়ন নয়, স্বচ্ছ হোক মানুষের মন কামনা করছেন তিনি। ওই যুবক ওড়িশা থেকে যাত্রা শুরু করেছিলেন তিন মাস আগে। তিনি আন্তর্জাতিক সফরে বেড়িয়েছেন সাইকেল নিয়ে। কারণ সাইকেল একটি দূষণমুক্ত যানবাহন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহেন্দ্র বজরাতি জানান, “সাইকেল চালানো শরীরের পক্ষে ভাল। যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত। আমাকে দেখে যদি তারা অনুপ্রাণিত হয়ে সাইকেল চালানো শুরু করে, তাহলে তাঁদের নতুন জায়গা জানার ইচ্ছে হবে। মন সুস্থ হবে তাঁদের।”
Annanya Dey





