Alipurduar News: হচ্ছেটা কি! চিন্তায় বাসিন্দারা, রাত হলেই দুমদাম করে গোয়াল থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক গরু

Last Updated:

একের পর গরু উধাও হয়ে যাওয়ার ঘটনায় চিন্তা বেড়েছে কালচিনি ব্লকে

+
শূন্য

শূন্য গোয়াল

আলিপুরদুয়ার: একের পর এক গরু উধাও হয়ে যাচ্ছে গোয়াল থেকে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে এই ঘটনা সব থেকে বেশি ঘটছে। প্রথমে পাটকাপাড়া, তারপর নিমতি, সম্প্রতি পূর্ব সাঁতালি গ্রামে দেখা যাচ্ছে গরু উধাও হয়ে যাওয়ার ঘটনা। গোয়াল থেকে গরু চুরি হচ্ছে নাকি কোনও বন্যপ্রাণীর শিকার হচ্ছে গরুগুলি তা বোঝা বড় দায়। তবে পশু পালকদের অনুমান চুরি হচ্ছে গরু। আলিপুরদুয়ার জেলায় প্রকাশ্যে আসছে গরু হারিয়ে যাওয়ার ঘটনা।
কিছু দিন আগে আলিপুরদুয়ার জেলার নিমতিঝোরা চা বাগান এবং পাটকাপাড়া সীমান্ত অঞ্চল থেকে এক মহিলাকে গরু চুরির অভিযোগে ধরে গণপিটুনি দিয়েছিল এলাকাবাসীরা। যদিও সে সময় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যন্ত এলাকা পূর্ব সাতালিতে ঘটল গরু হারিয়ে যাওয়ার ঘটনা। এই এলাকায় ৭০% মানুষ পশুপালনের জীবিকার সঙ্গে যুক্ত। এলাকার বাসিন্দা সরিতা ওঁরাও এবং তার প্রতিবেশী বসন্ত বাগের মোট সাতটি গরু গোয়ালে নেই বলে তারা জানিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে সরিতা ওঁরাও জানান, “রাতে গরুগুলি গোয়ালেই ছিল। সকালে উঠে দেখি গরু নেই। অনেক খোঁজাখুঁজির পর পাশে মাঠে গাড়ির টায়ারের ছাপ দেখতে পাই। এরপরে মনে হয়েছে গরু চুরি হয়ে গিয়েছে।” এলাকাবাসীরা এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কারণ তাঁদের একমাত্র জীবিকা পশু পালন। গরুর দুধ বিক্রি করে সংসার চলে। কেন এমন ঘটনা ঘটছে তারা কিছুই বুঝতে পারছেন না।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হচ্ছেটা কি! চিন্তায় বাসিন্দারা, রাত হলেই দুমদাম করে গোয়াল থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক গরু
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement