Alipurduar News:একমনে বাগানের কাজ করছিলেন, হঠাৎ ঝাঁপিয়ে পড়ল লেপার্ড, তারপর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
লেপার্ডের আক্রমণে জখম এক চা শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের দলগাঁও চা বাগানে।
আলিপুরদুয়ার: লেপার্ডের আক্রমণে জখম এক চা শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের দলগাঁও চা বাগানে। জানা গিয়েছে,এদিন সকালে অন্যান্য দিনের মত কাজ করতে গিয়েছিলেন চা শ্রমিকরা। অভিযোগ এই চা বাগানে সম্প্রতিকালে প্রচুর লেপার্ড দেখা গিয়েছে। মনে আতঙ্ক নিয়ে এই চা বাগানে কাজ করেন শ্রমিকরা। তবে আজ ঘটল অঘটন।কাজ করার সময় এক মহিলা শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি লেপার্ড। ওই চা শ্রমিকের নাম রীতা ইন্দোয়ার।লেপার্ডের আক্রমণে মারাত্মক ভাবে জখম হয়েছেন তিনি।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারল পরীক্ষার্থীরা! মালদহের স্কুলে কী হল?
তাঁর চিৎকার শুনে বাকিরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করান। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দফতরের কর্মীরা। এঘটনার কথা শুনে কাজ করতে চাইছেন না চা বাগানের বাকি শ্রমিকরা।
advertisement
Annanya Dey
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 7:15 PM IST