HS Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারল পরীক্ষার্থীরা! মালদহের স্কুলে বিরাট কাণ্ড, কী এমন হল?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
HS Exam 2025: উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের উপর 'হামলা'র অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে। আহত অন্তত ছয় শিক্ষক-শিক্ষিকা।
advertisement
মালদহের বৈষ্ণবনগরের চামাগ্রাম হাইস্কুলের ঘটনা। আহত শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসার জন্য আনতে হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুলে। শেষ পর্যন্ত বাড়তি পুলিশের পাহারায় নেওয়া হয় উচ্চ মাধ্যমিকের ইংরেজির পরীক্ষা। জানা গিয়েছে, চামাগ্রাম হাইস্কুলে তিনটি স্কুলের পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র হয়। ক্যান্দিটোলা হাইমাদ্রাসা, চরসুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের চারশো-রও বেশি পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা ছিল চামাগ্রাম হাইস্কুলে।
advertisement
এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশি করে স্কুলে ঢোকানোর সময় বিবাদের সূত্রপাত। এরপরেই একদল পরীক্ষার্থী স্কুলের টিচার্স রুমে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মারধর, শারীরিক হেনস্থা করা হয় বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাকে। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সে করে তাঁদের চিকিৎসার জন্য আনা হয় হাসপাতালে। বাড়তি পুলিশ মোতায়ন করে পরীক্ষা শুরু হলেও এলাকায় দিনভর উত্তেজনা ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে মালদহের ঘটনায় আরও সতর্ক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্বরাষ্ট্র দফতরের সঙ্গেও কথা বলে শিক্ষা দফতর। মালদহের জেলাশাসকের সঙ্গেও চামাগ্রাম স্কুলের ঘটনা নিয়ে কথা সংসদ সভাপতির। যে স্কুলের ছাত্ররা গোলমালের ঘটনায় যুক্ত তাদের অনুমোদন কেন বাতিল করা হবে না জানতে চাওয়া হবে, বলেছেন সংসদ সভাপতি। মালদহের চামাগ্রাম স্কুলের ঘটনা নিন্দনীয়, আপত্তিকর। শিক্ষকদের গায়ে হাত দেওয়া হয়েছে।
advertisement
এমনকী মহিলা শিক্ষকদেরও ছাড় দেওয়া হয়নি। রাজ্য প্রশাসনের ওপরমহলেও কথা হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতার প্রশ্নে জিরো টলারেন্স ফের জানালেন সংসদ সভাপতি। যদিও শিক্ষকেরা জানাচ্ছেন তাঁরা এখনও আতঙ্কিত। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া তাঁদের পক্ষে সংসদের গাইডলাইন মেনে তল্লাশি চালানো সম্ভব নয়। ঘটনার পর অ্যাম্বুলেন্সে আহত শিক্ষক-শিক্ষিকাদের বের করে আনা হয় চিকিৎসার জন্য। (সেবক দেবশর্মা)