TRENDING:

Travel Destination: সূর্যের আলো পড়লেই সেজে ওঠে রামধনু রঙে, দার্জিলিংয়ের কাছেই রয়েছে অপরূপ ঝর্না

Last Updated:

North Bengal tourism: স্থানীয়রা একে রেনবো ফলস বলে থাকেন। সোনাদা টয় ট্রেন স্টেশনের পাশ দিয়েই চলে গিয়েছে এখানে যাওয়ার রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: গোটা উত্তরবঙ্গের নানা প্রান্তে আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজানার হাতছানি। প্রকৃতি তাঁর রূপের ডালি নিয়ে অপেক্ষা করে পর্যটকদের জন্য। তিন-চার দিনের একটা ছুটি পেলেই এখানে চলে আসা যায়। হারিয়ে যাওয়া যায় প্রকৃতির বুকে।
advertisement

আজ আপনাদের জন্য রইল নর্থ বেঙ্গলের এমন এক পাহাড়ি ঝর্নার খোঁজ, যেখানে সূর্য উঠলেই ওঠে রামধনু। যেখানে পাখির ডাক আপনার ঘুম ভাঙায়। হাতে গোনা কয়েকটা বসতি। দু’-চারটে মাত্র হোম স্টে। লোকজনের কোলাহল থেকে দূরে অনন্য শান্তির এক আস্তানা।

আরও পড়ুন: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী

advertisement

জায়গাটির নাম ইন্দ্রাণী ফলস। দার্জিলিয়ের সোনাদার কাছেই রয়েছে সেই অজানা জায়গা। সূর্যের আলো এখানে পড়লেই রামধনু তৈরি হয়, তা যে যেঋতুই হোক না কেন। বর্ষাকাল এবং তার ঠিক পরের সময়টা আরও সুন্দর হয়ে ওঠে জায়গাটি। পর্যটকরা যাতে একেবারে ঝর্নার কাছে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ জায়গাও তৈরি করা হয়েছে। দার্জিলিং বেড়াতে এসে সকলেই ম্যাল, টাইগার হিল, ঘুম আর মিরিক ছোটেন। চা বাগান দেখতে মিরিকে যান সকলে। কিন্তু দার্জিলিংয়ের কাছই যে এমন একটি অসম্বব সুন্দর জায়গা রয়েছে সেটা অনেকেই জানেন না। স্থানীয়রা একে রেনবো ফলস বলে থাকেন। সোনাদা টয় ট্রেন স্টেশনের পাশ দিয়েই চলে গিয়েছে এখানে যাওয়ার রাস্তা। এখানে যাওয়ার রাস্তাটিও অসাধারণ।

advertisement

আরও পড়ুন: কলেজে ছাত্রীদের বাথরুমে ক্যামেরা রাখার অভিযোগ! বাজেয়াপ্ত ৩০০ ভিডিও ভর্তি ল্যাপটপ

সেরা ভিডিও

আরও দেখুন
তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার
আরও দেখুন

গাড়ি-বাইক যে কোনও বাহনে পৌঁছে যাওয়া যায় ইন্দ্রাণী ফলসে। আশপাশে রয়েছে ছোট ছোট গ্রাম। সোনাদায় প্রচুর হোম রয়েছে। সেখান থেকে এখানে আসতে পারেন। একটু ভেতরের দিকে রয়েছে এই পাহাড়ি ঝর্নাটি। আকাশ পরিষ্কার থাকলে এমন সুন্দর রামধনু তৈরি হয় এখানে যেন মনে হয় সেই রামধনু গা ছুঁয়ে যাচ্ছে। এখানে যদি একবার কেউ আসেন তবে তাদের মন ভালো হয়ে যাবে নিশ্চিত। তাই দেরি না করে পুজোর ছুটিতে একবার ঘুরে আসতে পারেন এই পাহাড়ি ঝর্নার কোলে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Travel Destination: সূর্যের আলো পড়লেই সেজে ওঠে রামধনু রঙে, দার্জিলিংয়ের কাছেই রয়েছে অপরূপ ঝর্না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল