Husband punishes wife over extramarital affair allegation: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী

Last Updated:

Husband punishes wife over extramarital affair allegation: নৃশংস ঘটনা ঘটল অসমে। স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত, স্রেফ এই সন্দেহেই স্ত্রীর দুটো হাত কেটে দিলেন স্বামী। ধলাইয়ের জামালপুর ফরেস্ট গ্রামের ঘটনা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
গুয়াহাটি: নৃশংস ঘটনা ঘটল অসমে। স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত, স্রেফ এই সন্দেহেই স্ত্রীর দুটো হাত কেটে দিলেন স্বামী। ধলাইয়ের জামালপুর ফরেস্ট গ্রামের ঘটনা।
জানা গিয়েছে মহিলার স্বামী রফিকুদ্দিন কর্মসূত্রে মাঝেমাঝেই বাইরে থাকেন। ৬ বছর ধরে অভিযুক্ত রফিকুদ্দিনের সঙ্গে সংসার করছেন রুবি বেগম। তাঁদের তিন সন্তানও রয়েছে। স্বামীর সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি হয় রুবির।
advertisement
বৃহস্পতিবারও এরকমই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরে হঠাৎ করেই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় স্বামী। শরীরের একাধিক জায়গায় আঘাত করেন অভিযুক্ত রফিকুদ্দিন। শুধু তাই নয়, কব্জি থেকে স্ত্রীর দুটো হাত নেয় অভিযুক্ত স্বামী। হাত দুটো কেটে নেওয়ার পরে স্ত্রীর দুটো হাত তখন রক্তে ভেসে যাচ্ছিল। স্ত্রীকে ওই অবস্থায় ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায় নির্যাতিত মহিলার স্বামী।
advertisement
চিৎকার শুনে পরে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। ঘটনার অভিঘাতে জ্ঞান হারান মহিলা। প্রতিবেশীরা মহিলার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা এসে রুবিকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করান। পরে মহিলাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Husband punishes wife over extramarital affair allegation: পরকীয়ায় লিপ্ত স্ত্রী! সন্দেহের বশেই বউয়ের দু’হাত কেটে দিল স্বামী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement