Crime against woman: ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ, জনতার ক্ষোভের আগুনে জ্বলল দোকান, গাড়ি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh rape case: ফের গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে। গাজিয়াবাদে নাবালিকা কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে চার যুবক, এমনই অভিযোগ।
গাজিয়াবাদ: ফের গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে। গাজিয়াবাদে নাবালিকা কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে চার যুবক, এমনই অভিযোগ।
ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। দোষীদের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। উত্তেজিত জনতা উত্তরপ্রদেশের রামপ্রস্থ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, স্থানীয় দোকান এবং গাড়িতে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। উন্মত্ত জনতাকে শান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অভিযুক্ত চারজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটেছে ব্রিজ বিহার চৌকি এলাকায়। বাড়িতে সেই সময় একা ছিল ১৪ বছর বয়সি নাবালিকা। তখনই অভিযুক্তেরা বাড়িতে ঢুকে পড়ে এবং নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
নির্যাতিতার কাকিমার দাবি, অভিযুক্তরা নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ঢুকে আসে এবং বিশেষ কিছুর গন্ধ শুঁকিয়ে তাকে বেহুশ করে দেয়। নাবালিকার পরিবারের আরও দাবি, যখন এই ঘটনা ঘটে সেই সময়ে বাড়িতে কারেন্ট ছিল না, যার ফলে দুষ্কৃতীদের কাজ আরও সহজ হয়ে যায়। অপরাধিদের ফাঁসির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 3:54 PM IST