জানা গিয়েছে, এলাকার এক মহিলা এদিন পোড়ো চৌপথিতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বক্সার সান্তালাবাড়ি থেকে দুই বন্ধু বাইকে চেপে এসেছিলেন এলাকা ঘুরতে। এমন সময় একটি ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় বাইকটিতে। বেসামাল বাইকটিকে নিজের কাছে আসতে দেখে ওই মহিলা রাস্তার কাছে দাঁড়াতে ট্রাকটি ওই মহিলাকে পিষে দেয়। এই ঘটনা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে গিয়েছে বলে জানা যায়। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। বাইকে থাকা দু’জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয় লতা বাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় বাইক চালক বিবেক রাইয়ের। অপর এক বাইক আরোহীকে পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন,” মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এলাকা থেকে। এলাকায় পুলিশি টহল বাড়বে। লক্ষ্য রাখা হবে দ্রুতগামী গাড়িগুলির দিকে। “
Annanya Dey






