Guess the Celebrity: গায়ের রং-ই কাল হল, ১০০০ বার 'রিজেক্ট', বিয়ের পরই জুটেছে 'ঘর ভাঙানি' তকমা, বলি-হলি দাঁপাচ্ছেন এই নায়িকা? বলুন তো কে ইনি?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: কালো রঙের কারণে তাকে শত শত বার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল। এখন শরীর শিহরণে বলি থেকে হলি দাঁপাচ্ছেন এই নায়িকা৷ তারকা সন্তানকে বিয়ে করার পরই জুটেছিল 'ঘর ভাঙার' তকমা।
advertisement
তিনি আর কেউ নন, তিনি হলেনশোভিতা ধুলিপালা৷ যিনি ৩১ মে ১৯৯২ সালে অন্ধ্রপ্রদেশের তেনালিতে একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ বছর বয়সে মুম্বইতে আসেন। তিনি ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং রানার-আপ ছিলেন। এরপর, তিনি ফিলিপাইনে ২০১৩ সালের মিস আর্থ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু টপ ২০-তে স্থান করে নিতে পারেননি।
advertisement
advertisement
advertisement
আরেকটি সাক্ষাৎকারে শোভিতা ধুলিপালা বলেন, 'চলচ্চিত্র জগতের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আমার প্রবেশের একমাত্র উপায় ছিল অডিশনের মাধ্যমে। আমি পড়াশোনার সময় কিছুদিন মডেলিং করতাম। একজন মডেল হিসেবে তুমি বিজ্ঞাপনের জন্যও অডিশন দিতে পারো, কিন্তু আমি নিজেকে তিন বছর সময় দিয়েছিলাম এবং অডিশন দিয়েছিলাম। "আমি জীবনে প্রায় ১০০০ অডিশন দিয়েছি।'
advertisement
advertisement
advertisement
ব্যক্তিগত জীবনে, শোভিতা ২০২৪ সালের ডিসেম্বরে সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যকে বিয়ে করেন। এটি নাগার দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছর সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের পর সামান্থার ভক্তরা শোভিতাকে 'ঘর ভাঙানি' বলে অভিহিত করেছিলেন।