ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে পানীয় জলের সংকট দেখা যায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডিমা চা বাগানের বিচ লাইন এলাকায় পানীয় জলের তীব্র সংকট। তীব্র দাবদাহের মধ্যে জল কষ্টে ভুগছেন চা বাগানের শ্রমিক পরিবারগুলি। চা বাগান কর্তৃপক্ষের তরফে প্রতিদিন পাঠানো হয় জলের ট্যাঙ্ক। তবে সেটি কোন সময় আসবে তা জানেন না বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: বেড়েছে সদস্য সংখ্যা DYFI-য়ের! জেলা সম্মেলনে সংগঠনের চাঙ্গা করার ডাক মীনাক্ষীর
বাসিন্দাদের কথায়, জলের সমস্যা তাদের বহু বছরের পুরনো সমস্যা। আজ পর্যন্ত, গ্রামবাসীদের বাড়িতে জল পৌঁছায়নি।এমনকি প্রতিটি বাড়িতে কলও পৌঁছায়নি। চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে দিনে একবার একটি জলের ট্যাঙ্ক পাঠানো হলে, ট্যাঙ্ক থেকে জল সংগ্রহ করেন এলাকাবাসীরা। গ্রামবাসীদের জন্য সরকারি পানীয় জলের প্রকল্পের কোনও ব্যবস্থা নেই। কিছু মাস পূর্বে আগে, গারোপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এই এলাকায় একটি রিগবোর তৈরি করা হয়েছিল। কিন্তু তাও অকেজো প্রমাণিত হল।
আরও পড়ুন: এবার থেকে ভাল কাজের জন্য পুরস্কার মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের!
জলের স্তর কম থাকার কারণে, গ্রামের প্রতিটি বাড়িতে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জল সংগ্রহের জন্য দূরবর্তী এলাকায় যেতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীরা। সুমিত গোয়ালা নামের এক বাসিন্দা জানান, “গ্রাম পঞ্চায়েতকে লিখিত ভাবে অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছে না। এই গরমে স্নান না করতে পেরে বাড়ছে অস্বস্তি।”
যদিও এই বিষয়ে কালচিনি বিডিও মিঠুন মজুমদার ফোনে জানান, গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।





