Malda News: এবার থেকে ভাল কাজের জন্য পুরস্কার মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের!

Last Updated:

দুর্নীতি রুখতে বিকল্প পদ্ধতি জেলা প্রশাসনের। এবার থেকে ভাল কাজ করলে সরকারি কর্মচারীদের মিলবে বিশেষ সম্মান এবং পুরস্কার। ফলে স্বচ্ছ এবং উন্নয়নমূলক ভাল কাজের জন্য অনুপ্রেরণা পাবেন অন্যান্য কর্মচারীরা। তাই এই প্রথম মালদহ জেলায় এমন উদ্যোগ গ্রহণ করল মালদহ জেলা প্রশাসন।

+
ভাল

ভাল কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হল সরকারি আধিকারিক এবং কর্মীদের।

জিএম মোমিন,মালদহ: দুর্নীতি দমন করতে অভিনব উদ্যোগ রাজ্য সরকার ও জেলা প্রশাসনের। স্বচ্ছ ভাল কাজের জন্য এবার থেকে মিলবে পুরস্কার রাজ্য সরকারি কর্মীদের। আধিকারিক থেকে শুরু করে নিচু তোলার কর্মীদের ভাল কাজের জন্য দেওয়া হবে পুরস্কার। ফলে ভাল কাজ করার লক্ষ্যে উৎসাহ বাড়বে সরকারি আধিকারিক ও কর্মচারীদের। দুর্নীতি দমন করতে ও ভালো কাজে উৎসাহ বাড়াতে এই ধরনের অনুষ্ঠান। বিশেষত নিচু তোলার সরকারি কর্মীদের কঠোর পরিশ্রম দেখা দেয়। আশাকর্মী থেকে শুরু করে জরুরিকালীন অবস্থায় তৎপর থাকা সিভিল ডিফেন্স কর্মী ও সমষ্টি উন্নয়ন ব্লক আধিকারিকদের পুরষ্কৃত করা হয়।
মালদা জেলায় এই প্রথম আয়োজন করা হয় এই ধরনের অনুষ্ঠানের। শুধুমাত্র স্বচ্ছতার সঙ্গে ভাল কাজ করা রাজ্য সরকারি কর্মীদের মিলবে পুরস্কার। পুরস্কার অনুষ্ঠানে মালদহ জেলার ২৫ টি সরকারি বিভাগের প্রায় ৯১ জন কর্মীদের সম্মান জ্ঞাপন দেওয়া হয়।
advertisement
advertisement
সরকারি আধিকারিক কর্মচারীদের পুরস্কার তুলে দেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন। সরকারি আধিকারিক কিংবা কর্মচারীরা সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে বেতন পেয়ে থাকেন। তবুও অনেক সময় জনতার পরিষেবার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ ওঠে। তাই যারা জনকল্যাণমূলক কাজ করে পরিষেবা দিবেন তাদের সন্মান জ্ঞাপন করে পুরষ্কৃত করা হবে।
advertisement
দুর্নীতিমূলক অভিযোগ প্রায়ই শুনতে পাওয়া যায় নেতা-মন্ত্রী থেকে সরকারি আমলা কর্মচারীদের বিরুদ্ধে। অনেক সময় জনতার রোষের মুখেও পড়তে হয় সরকারি আধিকারিকদের। অভিযোগ ওঠে নেতা-মন্ত্রীদের দুর্নীতিতে সহযোগিতা করার। তাই দুর্নীতিমূলক কর্মকাণ্ড দমন করার লক্ষ্যে সরকারি আধিকারিক ও কর্মচারীদের স্বচ্ছ ও ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয় জেলা প্রশাসন তরফ থেকে।মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মচারী এবং আধিকারিকদের স্বচ্ছ এবং ভাল কাজের জন্য এই বিশেষ সম্মান স্বীকৃতি দেওয়া হয়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: এবার থেকে ভাল কাজের জন্য পুরস্কার মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement