State Highway Bad Condition: বর্ষার মরসুমের আগেই রাজ্য সড়কের বেহাল দশা! সকলের দাবি দ্রুত সংস্কার

Last Updated:

প্রতিবছর রাস্তা মেরামতির কাজ করা হয়। তবে বছর ঘুরলেই রাস্তার আবার বেহাল দশা হয়ে যায়। এই অবস্থা চাকির বাজার থেকে ঘুঘমারি সেতু পর্যন্ত।

+
রাস্তায়

রাস্তায় যানজট

সার্থক পণ্ডিত, কোচবিহার: কোচবিহার সদর শহরে দিয়ে মাঝ দিয়েই বয়ে গিয়েছে রাজ্য সড়ক  ১৬। এই রাজ্য সড়কের একটি অংশের একেবারে বেহাল দশা সামনে উঠে এসেছে। এই পথে চলাচল করতে বারংবার বিপাকে পড়তে হচ্ছে বহু মানুষকে।  রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় গর্ত। এছাড়াও বৃষ্টির ফলে জল জমে থাকছে সেই সমস্ত গর্তের মধ্যে। ফলে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে সেখানে। মাঝে মধ্যে নতুন বাইক চালকেরা আচমকা বাইকের চাকা গর্তে পড়ে যাওয়ায় দুর্ঘটনার মুখেও পড়ছেন। তাই স্থানীয় ও  নিত্যচলাচলকারী মানুষেরা এই পথ দ্রুত সংস্কারের দাবি তুলেছেন।
এক টোটো চালক সুশীল দাস জানান, “দীর্ঘ সময় ধরে এই রাস্তার এমন বেহলা দশা। বর্ষা এলে রাস্তার অবস্থা আরোও খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে পিডাব্লিউডি রোড ডিভিশন থেকে কিছু পেভার্স ব্লক বসানোর কাজ হয়। তবে কিছু সময়ের মধ্যে সেটাও নষ্ট হয়।”  এক বাইক আরোহী শিবেন দাস জানান, “হাইওয়ে হওয়ার কারণে প্রতিনিয়ত গাড়ির ভিড় লেগেই থাকে। ফলে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। তবে এখনোও পি ডব্লিউ ডি রোড ডিভিশনের কোনোও বড় উদ্যোগ চোখে পড়েনি। এই রাস্তা সংস্কার করাকে কেন্দ্র করে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুরতে ভালবাসলে যেতে পারেন নতুন এই জায়গায়! গোটা গ্রামে সবাই শিল্পী, ঘুরে দেখুন এমন গ্রাম
এলাকার এক স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন জানান, “প্রতিবছর রাস্তা মেরামতির কাজ করা হয়। তবে বছর ঘুরলেই রাস্তার আবার বেহাল দশা হয়ে যায়। এই অবস্থা চাকির বাজার থেকে ঘুঘমারি সেতু পর্যন্ত। নিকাশি নালার জল রাস্তা ও সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাজ্যে সড়ক রীতিমত ছোট জলাশয়ে পরিণত হয়।” এই বিষয়ে পিডব্লিউডি-এর কুচবিহার ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃন্ময় দেবনাথ জানান, “তিনি বিষয়টি নিয়ে কোনোও প্রকার ভিডিও বাইট দিতে পারবেন না। তবে বিষয়টি ইতিমধ্যেই তাঁর নজরে এসেছে। দ্রুত কাজ শুরু করা হবে।”
advertisement
বছরের পর বছর এই সমস্যা থেকেই যাচ্ছে। প্রতিবছর সামান্য কাজ করা হলেও সমস্যা সম্পূর্ণ সমাধান করা হচ্ছে না। ফলে টাকার অপচয় তো হচ্ছেই। সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে ক্রমাগত। এই পথে রোগীর অ্যাম্বুলেন্স নিয়ে যেতেও অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে মানুষকে। ফলে সাধারণ মানুষ দ্রুত এই রাস্তার সংস্কার দাবি করেছেন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
State Highway Bad Condition: বর্ষার মরসুমের আগেই রাজ্য সড়কের বেহাল দশা! সকলের দাবি দ্রুত সংস্কার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement