Jhargram News: জঙ্গলমহলে এই দেবীকে নিয়ে বাঁধভাঙা উচ্ছাস, প্রতিবেশী রাজ্য থেকেও ভক্তরা আসেন পুজো দিতে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
জঙ্গলমহলের কোথায় পূজিত হন মহামারীর দেবী! জানুন ।
তন্ময় নন্দী, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রত্যন্ত জেলা ঝাড়গ্রামে পুজো পার্বণ লেগেই থাকে, কিন্তু এমন এক দেবীর আরাধনা হয় লোকমতে যিনি রুখে দিয়েছিলেন মহামারী। মহামারীর এই দেবীকে নিয়ে বাঁধভাঙা উচ্ছাস ঝাড়গ্রামের জঙ্গলমহলে। ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
স্থানীয় মানুষের বিশ্বাস যে দেবী ওলাইচণ্ডীর পুজো করলে নাকি মহামারি থেকে রক্ষা পাওয়া যায়। বিনপুর থানার কুই গ্রামে গ্রামে পূজিত হয়ে আসছেন দেবী ওলাইচণ্ডী।বর্তমানে পুজোর জাঁকজমক বেড়েছে কয়েকগুণ।
advertisement
তবে এবারের পুজো অন্যবারের থেকে কিছুটা ভিন্ন। পেহেলগাঁও হামলার পর রাগে ফুঁসছে গোটা দেশ। এই আবহে পুজো কমিটি এবং ভক্তরা নিজেদর সুস্থতা সুখ, সমৃদ্ধির পাশাপাশি মায়ের কাছে আবেদন জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রতিটি জওয়ানের সুস্থতা, সুখ, সমৃদ্ধির।
advertisement
আরও পড়ুন: ঢপের চপ থেকে বাতেলা ফুলুরি মানুষের মন জয় করেছে এই চপের দোকান
এই পুজোর নিয়ম মানতে স্নান করে সেখান থেকে মাটিত দন্ডি কেটে অর্থাৎ সাষ্টাঙ্গে প্রনাম করতে করতে পুজোর স্থল পর্যন্ত আসতে হয়। যা যথেষ্টই কষ্ট সাধ্য। টানা আটদিন চলে এই পুজো, সঙ্গে মেলা ও নানা অনুষ্ঠান। শুধু ঝাড়গ্রাম নয় এখন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড, ওড়িশা,বিহার থেকেও ভক্তরা আসেন এখানে পুজো দিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 17, 2025 2:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জঙ্গলমহলে এই দেবীকে নিয়ে বাঁধভাঙা উচ্ছাস, প্রতিবেশী রাজ্য থেকেও ভক্তরা আসেন পুজো দিতে