Purulia News: খাবারে ভেজাল? ক্ষতিকর রং মেশানো? নিমেষেই পর্দা ফাঁস হবে এবার, পেটে কী যাচ্ছে জানতে পারবেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: খাবারের মান যাচাই করতে আর পাঠাতে হবে না ল্যাবে। চোখের সামনেই পরীক্ষা হবে খাবারের।
পুরুলিয়া: খাবারের গুণগত মান যাচাই করতে তৎপর খাদ্য বিভাগ। তাই এবার এক অভিনব খাদ্য যাচাই যন্ত্র হাজির করা হয়েছে পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের খাদ্য নিরাপত্তা বিভাগের উদ্যোগে ভ্রাম্যমান খাদ্য যাচাই যন্ত্রের সূচনা। বাজারের বিক্রিত খাদ্য দ্রব্যের যে কোনও ধরনের পরীক্ষার জন্য খাদ্যবস্তু নমুনা আর পাঠাতে হবে না অন্যত্র। এখন এই ভ্রাম্যমান ল্যাবে তৎক্ষণাতে হবে সেই পরীক্ষা।
একটি ছোট চার চাকা গাড়িতে রয়েছে অত্যাধুনিক ল্যাব। যাতে রয়েছে উন্নত মানের যন্ত্রাংশ। এই যন্ত্রটির দ্বারা বাজারে বিক্রি হওয়া ফল, মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্য সরাসরি পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করা যাবে। সেই সব খাদ্যদ্রব্যগুলির মধ্যে কোনও রং বা কেমিক্যাল জাতীয় দ্রব্য মিশ্রিত আছে কি না, সেটিও বোঝা যাবে। এই ভ্রাম্যমান খাদ্য যাচাই যন্ত্র পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে খাবারের গুণগত মান নির্ধারণ করে।
advertisement
পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, “এই ভ্রাম্যমান খাদ্য যাচাই যন্ত্র ধারাবাহিকভাবে পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় চলবে।”
advertisement
ফুড সেফটি ডিপার্টমেন্টের টিম এই গাড়িতে থাকবে। আগে শুধুমাত্র টিম বেরতো। তারা স্যাম্পেল টেস্ট করে ল্যাবে পাঠাত। তারপর তার টেস্ট হয়ে আসত। এতে অনেকটাই সময় অপচয় হত। এখন তৎক্ষণাৎ টেস্ট করা সম্ভব হবে। সেই মতো যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ফুড ইনস্পেকশনের দায়িত্বে থাকা টিম।
advertisement
এই প্রথমবার পুরুলিয়া জেলাতে এই ধরনের অত্যাধুনিক খাদ্য যাচাই যন্ত্র চলতে দেখা গেল। শুধু শহর পুরুলিয়া নয় জেলার বিভিন্ন জায়গাতেই এই খাদ্য যাচাই যন্ত্র পরিক্রম করবে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2025 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: খাবারে ভেজাল? ক্ষতিকর রং মেশানো? নিমেষেই পর্দা ফাঁস হবে এবার, পেটে কী যাচ্ছে জানতে পারবেন