Malda Historical Tourism: পোড়ামাটির ইটে তৈরি তোরণ, ইমারত, প্রাচীর, দুর্গ...ইতিহাসের নীরব সাক্ষী সুলতানি গৌড়
- Reported by:Jiam Momin
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Malda Historical Tourism:ইতিহাসবিদদের মতে এই রাজপ্রাসাদটি মূলত ইলিয়াস শাহী বংশের সুলতান প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ দ্বারা নির্মিত। যেখানে সুলতানি শাসকরা বসবাসের জন্য আরামদায়ক এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। এই রাজপ্রাসাদ কে ঘিরে গড়ে উঠেছিল একাধিক রকম স্থাপত্য। গেট, প্রাচীর, দুর্গ ইত্যাদি একাধিক স্থাপত্য আজও দাঁড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ এই গৌড়ে।
মালদহ, জিএম মোমিন: প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর এটি ছিল অন্যতম মূল অংশ। যাকে কেন্দ্র করে মূলত গড়ে উঠেছিল রাজধানীর একাধিক স্থাপত্য। প্রাচীন ইতিহাসে ঘেরা ধ্বংসাবশেষ নগরীর এই মূল অংশটি হচ্ছে রাজপ্রাসাদ। উঁচু ইমারত না থাকলেও ধ্বংসাবশেষ ইটের ভিত জানান দেয় রাজপ্রাসাদের বিলাসবহুল এলাকাকে। চারপাশে বাইশ গাজী ওয়ালের ঘেরাটোপে থাকা ধ্বংসপ্রাপ্ত বিলাসবহুল রাজপ্রাসাদ আজ ইতিহাসের বেঁচে থাকা বিশেষ অংশ। ইতিহাসবিদদের মতে এই রাজপ্রাসাদটি মূলত ইলিয়াস শাহী বংশের সুলতান প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ দ্বারা নির্মিত। যেখানে সুলতানি শাসকরা বসবাসের জন্য আরামদায়ক এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। এই রাজপ্রাসাদকে ঘিরে গড়ে উঠেছিল একাধিক রকম স্থাপত্য। গেট, প্রাচীর, দুর্গ ইত্যাদি একাধিক স্থাপত্য আজও দাঁড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ এই গৌড়ে।
জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “সুলতানি আমলের ধ্বংসাবশেষ এই স্থাপত্যের ইটের তৈরি বেসমেন্ট অর্থাৎ ভিত অংশগুলি দেখে অনুমান করা যায় কত সুন্দর ছিল এই রাজপ্রাসাদ। মূলত লাল রঙের পালিশ করা ইট দিয়ে তৈরি করা হয়েছিল এই বিলাসবহুল রাজপ্রাসাদ। বহু শাসক শাসন করেছেন এই রাজধানী। তবে এই রাজপ্রাসাদটি প্রথম তৈরি করেছিলেন ইলিয়াস শাহী বংশের সুলতান প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এরপর আরও সুলতানি শাসক গৌড় নগরীতে একাধিক নিদর্শন ও স্থাপত্য তৈরি করে গিয়েছিলেন যা আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন রাজধানী গৌড় নগরীর বুকে।”
advertisement
আরও পড়ুন : দারুণ রেজাল্ট! নতুন চাকরির খোঁজ! স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক! সরস্বতী পুজোয় বাম্পার সৌভাগ্য ৩ রাশির
ধ্বংসাবশেষ এই রাজপ্রাসাদের বেঁচে থাকা অংশগুলোর গঠন ও কারুকার্য দেখতে আজও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটক থেকে গবেষকরা। কোথাও টেরাকোটার কারুকার্য তো আবার কোথাও লাল ইট ও পাথরের উপর খোদাই করা নকশা। প্রাচীন গৌড়ে একাধিক শাসনকালের শাসক দ্বারা তৈরি বহু স্থাপত্য ও নির্মাণের ইতিহাস জানা গেলেও শিলালিপি বা স্মৃতিফলক না থাকায় আজও বহু স্থাপত্যের ইতিহাস অজানা অনেকের কাছে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 8:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Historical Tourism: পোড়ামাটির ইটে তৈরি তোরণ, ইমারত, প্রাচীর, দুর্গ...ইতিহাসের নীরব সাক্ষী সুলতানি গৌড়









