Meenakshi Mukherjee: সদস্য সংখ্যা বেড়েছে DYFI-য়ের! জেলা সম্মেলনে সংগঠন চাঙ্গা করার ডাক মীনাক্ষীর

Last Updated:

রবিবার খড়িবাড়িতে দার্জিলিং জেলা ডিওয়াইএফ‌আইয়ের ২০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন শহিদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিল করা হয়।

News18
News18
নকশালবাড়ি, বিশ্বজিৎ মিশ্র: গোটা রাজ্যে ২ লক্ষ সদস্য সংখ্যা বেড়ে ৩৪ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য এই সদস্য বৃদ্ধি৷ ডিওয়াইএফ‌আইয়ের ২০তম জেলা সম্মেলন মন্তব্য মীনাক্ষীর।
রবিবার খড়িবাড়িতে দার্জিলিং জেলা ডিওয়াইএফ‌আইয়ের ২০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন শহিদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিলও করা হয়। সম্মেলনে মীনাক্ষী জানান, সংগঠনের রুপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা থেকে শুরু করে স্থায়ী কাজের দাবিতে লড়াই সবই চলবে।
advertisement
advertisement
মীনাক্ষী বলেন, ‘‘দেশের সরকার ও রাজ্যের সরকার শিক্ষিত তথা যুব সমাজকে চাকরি দিতে অনিহা প্রকাশ করেছে। কর্পোরেটদের সুবিধা করতে ইলেকট্রোরাল বন্ড করে জাল ওষুধ তৈরি করে মুনাফা লোটার চেষ্টা চলছে।’’ যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন মীনাক্ষী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Meenakshi Mukherjee: সদস্য সংখ্যা বেড়েছে DYFI-য়ের! জেলা সম্মেলনে সংগঠন চাঙ্গা করার ডাক মীনাক্ষীর
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement