Pak ISI Spy in India: জামা, লিপস্টিক থেকে মশলা..পাকিস্তানে চোরাচালােনের আড়ালেই চলত ISI গুপ্তচরের কাজ, উত্তরপ্রদেশে ধৃত শাহজাদ

Last Updated:
ভারতে পাকিস্তানি চরদের ধরপাকড়ে উঠে এসেছে এই শাহজাদের নাম৷ উত্তরপ্রদেশ এটিএস গ্রেফতার করেছে শাহজাদ নামের ওই ব্যক্তিকে৷ এই শাহজাদ আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি ও চোরাচালানে জড়িত ছিল বলে অভিযোগ৷ .
1/9
 ভারতের অলিতে-গলিতে লুকিয়ে ছিল পকিস্তানের চর৷ অপারেশন সিঁদুরের পরে ধরপাকড় শুরু হতেই এক এক করে ফাঁস হচ্ছে নাম৷ কেউ হরিয়ানায় ছিল, তো কেউ উত্তরপ্রদেশে৷ পর পর ধরা পড়ছে ভারতের তথ্য শত্রু দেশে পৌঁছে দেওয়ার কারিগররা৷ তাঁদের নাম, ধাম, প্রোফাইল দেখে বোঝার উপায়টি পর্যন্ত নেই যে, এরা আদতে পাক গুপ্তচর হতে পারে৷
ভারতের অলিতে-গলিতে লুকিয়ে ছিল পকিস্তানের চর৷ অপারেশন সিঁদুরের পরে ধরপাকড় শুরু হতেই এক এক করে ফাঁস হচ্ছে নাম৷ কেউ হরিয়ানায় ছিল, তো কেউ উত্তরপ্রদেশে৷ পর পর ধরা পড়ছে ভারতের তথ্য শত্রু দেশে পৌঁছে দেওয়ার কারিগররা৷ তাঁদের নাম, ধাম, প্রোফাইল দেখে বোঝার উপায়টি পর্যন্ত নেই যে, এরা আদতে পাক গুপ্তচর হতে পারে৷
advertisement
2/9
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ করা বিশ্বাসঘাতকদের গ্রেফতারি চলছেই। সম্প্রতি মোরাদাবাদ থেকে শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ এটিএস। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া শাহজাদের বাড়িতে পৌঁছে গিয়েছে নিউজ১৮ ইন্ডিয়া।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে কাজ করা বিশ্বাসঘাতকদের গ্রেফতারি চলছেই। সম্প্রতি মোরাদাবাদ থেকে শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ এটিএস। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া শাহজাদের বাড়িতে পৌঁছে গিয়েছে নিউজ১৮ ইন্ডিয়া।
advertisement
3/9
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, শাহজাদের স্ত্রী রাজিয়া স্বীকার করেছেন যে, তাঁর স্বামী মহিলাদের সালোয়ার স্যুটের জন্য কাপড় কিনতে প্রায়ই পাকিস্তান যেতেন। রাজিয়া জানান, তাঁর স্বামী শাহজাদ বেশ কয়েকবার পাকিস্তানের লাহৌরেও গিয়েছিলেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, শাহজাদের স্ত্রী রাজিয়া স্বীকার করেছেন যে, তাঁর স্বামী মহিলাদের সালোয়ার স্যুটের জন্য কাপড় কিনতে প্রায়ই পাকিস্তান যেতেন। রাজিয়া জানান, তাঁর স্বামী শাহজাদ বেশ কয়েকবার পাকিস্তানের লাহৌরেও গিয়েছিলেন।
advertisement
4/9
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, শাহজাদের স্ত্রী রাজিয়া স্বীকার করেছেন যে, তাঁর স্বামী মহিলাদের সালোয়ার স্যুটের জন্য কাপড় কিনতে প্রায়ই পাকিস্তান যেতেন। রাজিয়া জানান, তাঁর স্বামী শাহজাদ বেশ কয়েকবার পাকিস্তানের লাহৌরেও গিয়েছিলেন। AI Generated image
[caption id="" align="alignnone" width="1200"] সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, শাহজাদের স্ত্রী রাজিয়া স্বীকার করেছেন যে, তাঁর স্বামী মহিলাদের সালোয়ার স্যুটের জন্য কাপড় কিনতে প্রায়ই পাকিস্তান যেতেন। রাজিয়া জানান, তাঁর স্বামী শাহজাদ বেশ কয়েকবার পাকিস্তানের লাহৌরেও গিয়েছিলেন। AI Generated image
[/caption]
advertisement
5/9
 এটিএস সূত্রের খবর, শাহজাদ নামে ওই ব্যক্তি ভারত-পাকিস্তান সীমান্তে চোরাচালানের সাথে জড়িত৷ শুধু তাই নয়, শাহজাদ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশবিরোধী কার্যকলাপেও জড়িত বলে জানা যায়। ইউপি এটিএস জানতে পারে যে,আব্দুল বাহবের ছেলে শাহজাদ রামপুর জেলার টান্ডার মহল্লা আজাদ নগরের ১৩৫ নম্বর বাড়িতে থাকে। AI Generated image
[caption id="" align="alignnone" width="1200"] এটিএস সূত্রের খবর, শাহজাদ নামে ওই ব্যক্তি ভারত-পাকিস্তান সীমান্তে চোরাচালানের সাথে জড়িত৷ শুধু তাই নয়, শাহজাদ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশবিরোধী কার্যকলাপেও জড়িত বলে জানা যায়। ইউপি এটিএস জানতে পারে যে,আব্দুল বাহবের ছেলে শাহজাদ রামপুর জেলার টান্ডার মহল্লা আজাদ নগরের ১৩৫ নম্বর বাড়িতে থাকে। AI Generated image
[/caption]
advertisement
6/9
এটিএস সূত্রের খবর, ভারতে আইএসআই এজেন্টদের টাকা দিত শাহজাদ৷ এটিএসের তদন্তে আরও জানা গিয়েছে যে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে শাহজাদ প্রায়শই ভারতে থাকা তাদের এজেন্টদের টাকা পৌঁছে দিত।  AI Generated image
[caption id="" align="alignnone" width="1200"] এটিএস সূত্রের খবর, ভারতে আইএসআই এজেন্টদের টাকা দিত শাহজাদ৷ এটিএসের তদন্তে আরও জানা গিয়েছে যে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে শাহজাদ প্রায়শই ভারতে থাকা তাদের এজেন্টদের টাকা পৌঁছে দিত। AI Generated image
[/caption]
advertisement
7/9
 শাহজাদ রামপুর ও উত্তরপ্রদেশ থেকে আইএসআই-এর হয়ে কাজ করার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে চোরাচালানের আড়ালে লোকদের পাকিস্তানে পাঠাত। এই লোকদের ভিসা ইত্যাদির ব্যবস্থাও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টরা করত বলে জানা গিয়েছে। ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার জন্য শাহজাদ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের ভারতীয় সিম কার্ডও সরবরাহ করেছিলেন বলে জানা গিয়েছে। AI Generated image
রামপুর এবং উত্তরপ্রদেশ থেকে বহু লোককে এই পাচারচক্রে জড়িয়ে বিভিন্ন জিনিস পত্র পাকিস্তানে চোরাচালান করত শাহজাদ৷ তবে এর মূল উদ্দেশ্যই ছিল এই সমস্ত লোকগুলোকে উত্তরপ্রদেশ ISI-এর হয়ে কাজ করানো৷ AI Generated image
advertisement
8/9
রামপুর এবং উত্তরপ্রদেশ থেকে বহু লোককে এই পাচারচক্রে জড়িয়ে বিভিন্ন জিনিস পত্র পাকিস্তানে চোরাচালান করত শাহজাদ৷ তবে এর মূল উদ্দেশ্যই ছিল এই সমস্ত লোকগুলোকে  উত্তরপ্রদেশ ISI-এর হয়ে কাজ করানো৷   AI Generated image
[caption id="" align="alignnone" width="1200"] রামপুর এবং উত্তরপ্রদেশ থেকে বহু লোককে এই পাচারচক্রে জড়িয়ে বিভিন্ন জিনিস পত্র পাকিস্তানে চোরাচালান করত শাহজাদ৷ তবে এর মূল উদ্দেশ্যই ছিল এই সমস্ত লোকগুলোকে উত্তরপ্রদেশ ISI-এর হয়ে কাজ করানো৷ AI Generated image
[/caption]
advertisement
9/9
শাহজাদের বিরুদ্ধে লখনউয়ের এটিএস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪৮ এবং ১৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। AIGenerated image
শাহজাদের বিরুদ্ধে লখনউয়ের এটিএস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪৮ এবং ১৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। AIGenerated image
advertisement
advertisement
advertisement