North Bengal News: মাদক পাচারের ছক, খড়িবাড়িতে পুলিশের তল্লাশিতে গ্রেফতার বাবা ও ছেলে
- Reported by:BISWAJIT MISRA
- local18
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মাদক মুক্ত করতে লাগাতার জেলাজুড়ে অভিযান চালাচ্ছে দার্জিলিং পুলিশ! এবার পুলিশের অভিযানে গ্ৰেফতার বাবা-ছেলে-সহ মোট ৩ মাদক কারবারি!
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: মাদক মুক্ত করতে লাগাতার জেলাজুড়ে অভিযান চালাচ্ছে দার্জিলিং পুলিশ! এবার পুলিশের অভিযানে গ্ৰেফতার বাবা-ছেলে-সহ মোট ৩ মাদক কারবারি! গভীর রাতে খড়িবাড়ির সীমান্তবর্তী এলাকা, রাজ্য সড়কের কলোনি মোড়ে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে খড়িবাড়ির থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ!
জানা যায়, তল্লাশিতে একটি মোটরসাইকেল আটক করা হয়। সেখান থেকে উদ্ধার হয় ৩০৫ গ্ৰাম ব্রাউন সুগার। মাদক কারবারের অভিযোগ এক নাবালক-সহ মোট ৩ জনকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃত মহম্মদ শাহিদ ও মহম্মদ সমাধ সম্পর্কে বাবা ও ছেলে । তৃতীয় ধৃতের নাম উমেশ রাই বাসিন্দা।অভিযুক্তরা খড়িবাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বহু দিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল এই তিনজন। ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ৩০ লক্ষ টাকা। গত এক মাসে খড়িবাড়ি থানার পুলিশ সবমিলিয়ে মাদকের সঙ্গে যুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে।
advertisement
অন্যদিকে, দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছে আন্তঃরাজ্য মাদক চক্রের পাণ্ডা এনারুল শেখ। মালদহ জেলা পুলিশ সূত্রে খবর, কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার পাকড়াও করা হয়েছে কুখ্যাত ওই অপরাধীকে। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং তা সারা দেশে পাচার করার যে বিশাল চক্র চলে, তার অন্যতম মাথা মালদহের বাসিন্দা এনারুল। মালদহের কালিয়াচকে বেশ কয়েক জন যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির প্রক্রিয়া শিখিয়েছিলেন এনারুল। ওই ব্রাউন সুগার তার পর বিভিন্ন এজেন্টের মাধ্যমে রাজ্যে রাজ্যে পাচার হত। বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যে সক্রিয় এনারুলের দলবল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
Jan 19, 2026 9:07 AM IST








