পড়াশোনার পাশাপাশি মাঠে বল নিয়ে দাপিয়ে বেড়ায় নবম শ্রেণীর এই ছাত্রী। একদিন ভারতীয় দলের হয়ে মাঠে নামাটাই একমাত্র চ্যালেঞ্জ। কলকাতার পর এবার দিল্লি চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেল খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম দ্বারবক্সের প্রতিজ্ঞা! ছোটোবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা প্রতিজ্ঞার। হাতে খড়ি হয় নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমী থেকে। বিহার, কলকাতা, দার্জিলিং, কার্শিয়াং-সহ একাধিক প্রতিযোগিতায় খেলে সেরার সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে প্রতিজ্ঞা।
advertisement
খেলার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে! নকশালবাড়ি চা-বাগানে শ্রমিক পরিবারের কন্যা প্রতিজ্ঞা আগামী দিনে ভারতীয় মহিলা ফুটবল দলে খেলবে বলে আশাবাদী প্রতিজ্ঞার বাবা ও তার ফুটবল কোচ বিদ্যুৎ দাস! এর আগেও কলকাতায় জুনিয়র মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছিল প্রতিজ্ঞা। আগামী ২৬শে মার্চ দিল্লিতে চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেয়ে খুশি প্রতিজ্ঞা নিজেও! মেয়ে এলাকার নাম উজ্জ্বল করুক আশা প্রতিজ্ঞার বাবার।
আরও পড়ুন: মদ বিক্রিতে রেকর্ড পশ্চিমবঙ্গের একটি জেলা! দোলে কত টাকার মদ বিক্রি জানলে চমকে উঠবেন
অন্যদিকে এ বিষয়ে প্রতিজ্ঞা বলেন, “ভারতের হয়ে খেলার ইচ্ছেটা বরাবরই ছিল। সেই একটাই স্বপ্ন আমার। ছোট থেকেই বাবা অনুপ্রেরণা জাগিয়েছে। বাবার সাথে মাঠে খেলতে যেতাম। আমাকে আরও অনেক প্র্যাকটিস করতে হবে।” মুখে অদম্য সাহস আর মনে ইচ্ছাশক্তি, এই দুই থাকলে কোন কিছুই যে বাধা হয়ে দাঁড়াবে না তা আবারও প্রমাণ করল দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রতিজ্ঞা। দিল্লি চ্যাম্পিয়ন লীগ খেলার জন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।





