West Bengal news: মদ বিক্রিতে রেকর্ড পশ্চিমবঙ্গের একটি জেলা! দোলে কত টাকার মদ বিক্রি জানলে চমকে উঠবেন

Last Updated:
West Bengal news: বসন্ত উৎসবে আবেগ আপ্লুত হয়ে উঠেছিল জঙ্গলমহল। বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ঢল নেমেছিল দোল ও হোলিতে। বসন্ত ও পলাশ উৎসবে শান্তিনিকেতনের সঙ্গে পাল্লা দিয়েছে পুরুলিয়া।
1/5
পুরুলিয়া: বসন্ত উৎসবে আবেগ আপ্লুত হয়ে উঠেছিল জঙ্গলমহল। বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ঢল নেমেছিল দোল ও হোলিতে। বসন্ত ও পলাশ উৎসবে শান্তিনিকেতনের সঙ্গে পাল্লা দিয়েছে পুরুলিয়া। অনেকেরই ডেস্টিনেশন ছিল জঙ্গলমহলের এই জেলা। আর এই রংয়ের উৎসব যেন সূরা প্রেমীদের কাছে বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছিল। পুরুলিয়ায় দোল-হোলিতে রেকর্ড মদ বিক্রি ছাপিয়ে গিয়েছে গতবারের বিক্রিও।
পুরুলিয়া: বসন্ত উৎসবে আবেগ আপ্লুত হয়ে উঠেছিল জঙ্গলমহল। বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ঢল নেমেছিল দোল ও হোলিতে। বসন্ত ও পলাশ উৎসবে শান্তিনিকেতনের সঙ্গে পাল্লা দিয়েছে পুরুলিয়া। অনেকেরই ডেস্টিনেশন ছিল জঙ্গলমহলের এই জেলা। আর এই রংয়ের উৎসব যেন সূরা প্রেমীদের কাছে বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছিল। পুরুলিয়ায় দোল-হোলিতে রেকর্ড মদ বিক্রি ছাপিয়ে গিয়েছে গতবারের বিক্রিও।
advertisement
2/5
২০২৪-র দোল-হোলিতে এই জেলায় বিয়ার, ফরেন লিকার, দেশি মদ মিলিয়ে ৮ কোটির বেশি টাকার রাজস্ব এসেছিল। সেই জায়গায় এবার তিন কোটি আরও বেশি বিক্রি হয়েছে। ২০২৫ এর দোল-হলিতে ১১ কোটির বেশি মদ বিক্রি হয়েছে জেলায়।
২০২৪-র দোল-হোলিতে এই জেলায় বিয়ার, ফরেন লিকার, দেশি মদ মিলিয়ে ৮ কোটির বেশি টাকার রাজস্ব এসেছিল। সেই জায়গায় এবার তিন কোটি আরও বেশি বিক্রি হয়েছে। ২০২৫ এর দোল-হলিতে ১১ কোটির বেশি মদ বিক্রি হয়েছে জেলায়।
advertisement
3/5
পুরুলিয়া জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর রঙের উৎসবের চেয়ে এবার মদ বিক্রির নিরিখে ২৩.২১ শতাংশ রাজস্ব বেশি ঢুকেছে সরকারের ঘরে। এ বিষয়ে পুরুলিয়ার আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট অর্ণব সেনগুপ্ত বলেন, রঙের উৎসবে রেকর্ড মদ বিক্রি হয়েছে এই বছর। গত বছরের চেয়ে ২৩.২১ শতাংশ বেশি রাজস্ব পেয়েছে সরকার। ‌
পুরুলিয়া জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর রঙের উৎসবের চেয়ে এবার মদ বিক্রির নিরিখে ২৩.২১ শতাংশ রাজস্ব বেশি ঢুকেছে সরকারের ঘরে। এ বিষয়ে পুরুলিয়ার আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট অর্ণব সেনগুপ্ত বলেন, রঙের উৎসবে রেকর্ড মদ বিক্রি হয়েছে এই বছর। গত বছরের চেয়ে ২৩.২১ শতাংশ বেশি রাজস্ব পেয়েছে সরকার। ‌
advertisement
4/5
এ বিষয়ে পুরুলিয়া জেলা ফরেন লিকার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহিত লাটা বলেন, সাধারণত এই জেলায় দুর্গাপুজোতেই সবচেয়ে বেশি মদ বিক্রি হয়। দুর্গাপুজোর সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছে দোল-হোলির উৎসবে মদ বিক্রি। পুজোর সময় পুরুলিয়া শহরের নামকরা কাউন্টারগুলি থেকে এক দিনে প্রায় সাড়ে চার লাখ টাকার মত মদ বিক্রি হয়। এবার দোল-হোলিতে তাই হয়েছে। সবচেয়ে বেশি পর্যটক এসেছিলেন অযোধ্যা পাহাড়ে।
এ বিষয়ে পুরুলিয়া জেলা ফরেন লিকার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহিত লাটা বলেন, সাধারণত এই জেলায় দুর্গাপুজোতেই সবচেয়ে বেশি মদ বিক্রি হয়। দুর্গাপুজোর সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছে দোল-হোলির উৎসবে মদ বিক্রি। পুজোর সময় পুরুলিয়া শহরের নামকরা কাউন্টারগুলি থেকে এক দিনে প্রায় সাড়ে চার লাখ টাকার মত মদ বিক্রি হয়। এবার দোল-হোলিতে তাই হয়েছে। সবচেয়ে বেশি পর্যটক এসেছিলেন অযোধ্যা পাহাড়ে।
advertisement
5/5
রঙের উৎসবের মত গত দুর্গাপুজাতেও এই জেলায় ভালো মদ বিক্রি হয়। কিন্তু এবার দোল-হোলিতে যেভাবে মদের ফোয়ারা উড়েছে তাতে আবগারি দফতরের কর্তারাও খানিকটা অবাক। আসলে শুধু এই জেলার মানুষজন নন। দোল-হোলিতে পলাশ দেখতে এবার জেলায় বিপুল সংখ্যক পর্যটক এসেছিলেন। তাই মদ বিক্রির পরিমাণও অনেক বেশি হয়েছে। ‌
রঙের উৎসবের মত গত দুর্গাপুজাতেও এই জেলায় ভালো মদ বিক্রি হয়। কিন্তু এবার দোল-হোলিতে যেভাবে মদের ফোয়ারা উড়েছে তাতে আবগারি দফতরের কর্তারাও খানিকটা অবাক। আসলে শুধু এই জেলার মানুষজন নন। দোল-হোলিতে পলাশ দেখতে এবার জেলায় বিপুল সংখ্যক পর্যটক এসেছিলেন। তাই মদ বিক্রির পরিমাণও অনেক বেশি হয়েছে। ‌
advertisement
advertisement
advertisement