TRENDING:

Malda News: এক চা বিক্রেতা পোষ মানিয়েছেন এমন প্রাণীকে, জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

Malda News: তাঁর ডাকে ছুটে আসে সকলে। অনেকের আবার নাম রয়েছে। তাঁর গলা পেলেই কেউ ঝোপের ভেতর থেকে, কেউ গাছের ডাল থেকে নেমে আসে। সামনে এসে হাজির হতেই খাবার ছড়িয়ে দেন তাদের সামনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তাঁর ডাকে ছুটে আসে সকলে। অনেকের আবার নাম রয়েছে। তাঁর গলা পেলেই কেউ ঝোপের ভেতর থেকে, কেউ গাছের ডাল থেকে নেমে আসে। সামনে এসে হাজির হতেই খাবার ছড়িয়ে দেন তাদের সামনে। সেগুলিই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে খেতে থাকে বেজির দল। নিজেদের মধ্যে কোন বিবাদ ঝামেলা নয়, চা বিক্রেতার কথা শুনেই মিলেমিশে খায় তারা।
advertisement

এ যেন সিনেমার চিত্র নাট্য। তবে সত্যি মালদহ শহরে এক চা বিক্রেতার সঙ্গে কয়েক বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বেজিদের। চা বিক্রেতা আবার আদর করে তাদের নাম দিয়েছে। কারো নাম, ফুচু কারো নাম ঢলু এমন বিভিন্ন নামে বেজিদের ডেকে প্রতিদিন খাওয়ার দিচ্ছেন চা বিক্রেতা বাবলু কর্মকার। মালদহ শহরের মহানন্দা নদীর তীরে শুভঙ্কর বাঁধ। সেখানে পুলিশ লাইন এলাকায় বাঁধের উপর চা বিক্রি করেন বাবলু কর্মকার।

advertisement

দোকান লাগোয়া রয়েছে একটি টিনের সেড। সকাল হলেই দেখা যায় বেজিদের ডেকে কখনও কেক আবার কখনও মুরগির মাংসের টুকরো খাওয়ান বাবলু বাবু। চা বিক্রেতা বাবলু কর্মকার বলেন, ছোট বড় মিলিয়ে ২৩ টি বেজি রয়েছে সেখানে। দীর্ঘদিন ধরেই তাদের খাওয়াচ্ছি। অনেক লোক আছে এদের দেখতে। আমার খুব ভাল লাগে। বেজিদের নাম পর্যন্ত দিয়েছি আমি।

advertisement

প্রতিদিন নিয়ম করে তাদের খাওয়ার দেন তিনি। এর পাশাপাশি ওই এলাকাতে অন্যান্য জায়গাতেও রয়েছে বহু বেজি। কোন বেজি মারা গেলে প্রচন্ড দুঃখ হয় তার। জেলা পুলিশ লাইন, পুরোনো হাসপাতাল চত্বরসহ জেলা খানার পেছনে তাঁর এই রকম অস্তানা রয়েছে। যেখানে তিনি নিয়মিত গিয়ে বেজি ডেকে ডেকে খাবার দেন। সময় কাটান তাদের সঙ্গে। কেউ অসুস্থ হলে বেজিদের পরিবারের নতুন সদস্যের জন্ম হলে সমস্ত খোঁজ খবর রাখেন বাবলু কর্মকার। এক কথায় তিনি বেজিদের বন্ধু হয়ে উঠেছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!

চা বিক্রি করতে করতে বেজিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে বাবলু কর্মকারের। বিগত কয়েক বছর ধরেই খাবার দিতে দিতে এই বন্ধুত্ব ।প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বহু মানুষ প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণ করেন মহানন্দার বাঁধে। বিষয়টি জানতে পেরে বহু প্রাতঃভ্রমণকারী কেক খাওয়ান বেজিদের। তবে নিয়ম করে বেজিদের নাম ধরে ডেকে সকাল সন্ধ্যা রকমারী খাওয়ার খাইয়ে বেজিদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলেছেন পেশায় চা বিক্রেতা বাবলু বাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লিতে বিস্ফোরণের পর নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! অসম সীমানায় কড়া চেকিং
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: এক চা বিক্রেতা পোষ মানিয়েছেন এমন প্রাণীকে, জানলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল